এইমাত্র পাওয়া

চর জামাইল প্রাথমিক বিদ্যালয়: ভবন ও শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত

কিশোরগঞ্জঃ জেলার হোসেনপুরের চর জামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন ও শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। এছাড়া বিদ্যালয়ের মাঠে বিশাল আকৃতির গর্ত রয়েছে। এসব কারণে বিদ্যালয়টিতে আগের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা দিন দিন অনেক কমে গেছে।

নিয়ম অনুযায়ী বিদ্যালয়টিতে ৬ জন শিক্ষক থাকার কথা। কিন্তু রয়েছে তার অর্ধেক। গত বুধবার সরজমিন দেখা যায়, বিদ্যালয়ে দুটি আলাদা ভবন থাকলেও একটি ভবনের টিনের চাল নষ্ট হয়ে পরিত্যক্ত অবস্থায় তালাবদ্ধ রয়েছে। অন্যটি একতলা বিশিষ্ট আধাপাকা ভবন। এর একটি কক্ষে শিক্ষকদের অফিস, একটি প্রথম শ্রেণির ক্লাস, আরেকটিতে দ্বিতীয় শ্রেণির ক্লাস চলছে। আরেকটি ছোট জানালা বিহীন কক্ষে প্রাক প্রাথমিকের ক্লাস চলছে।

এছাড়া শিক্ষার্থীদের খেলাধুলার মাঠের পশ্চিম অংশে বিশাল আকৃতির গর্ত রয়েছে যেখানে দুরন্তপনা কোমলমতি শিক্ষার্থীরা ওঠানামা করছে। এতে যে কোনো সময়ে দুর্ঘটনার শিকার হতে পারে শিশুরা।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উছমান গনি জানান, যদিও সকাল নয়টা থেকে ক্লাস, এখন শীতের জন্য সকাল ১০টায় শুরু করে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ক্লাস করে সবাই ক্লান্ত হয়ে যাই। এছাড়া অনেক সময়ে দু-একজন অসুস্থ হয়ে গেলে ক্লাস মিস হয়ে যায়। এ অবস্থায় শিক্ষকের চাহিদা পূরণ করা খুবই জরুরি।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সালমা আক্তার জানান, এ স্কুলে শিক্ষার্থী কম থাকায় ৪ জন শিক্ষকের পদ রয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নরুল ইসলাম জানান, এ স্কুলের প্রধান শিক্ষক বজলুর রহমান জানুয়ারি মাসে পিআরএল এ চলে গেছেন।

ভবন সংকটের বিষয়ে তিনি বলেন, আধাপাকা টিনের ঘরটি এতদিন স্থানীয়দের দখলে ছিল। চলতি বছর ক্ষুদ্র মেরামতের বরাদ্দ সাপেক্ষে সংস্কারের ব্যবস্থা করা হলে পাঠদানের উপযোগী করে দেয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.