এইমাত্র পাওয়া

নতুন শিক্ষাক্রম: মিলছে নৈপুণ্য অ্যাপে ৬ষ্ঠ-৭ম শ্রেণির রিপোর্ট কার্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা এবার প্রথম বার্ষিক সামষ্টিক মূল্যায়নে অংশ নিয়েছে। তাদের মূল্যায়নের এ রিপোর্ট কার্ড প্রস্তুত করা হচ্ছে নৈপুণ্য অ্যাপে। এ অ্যাপ থেকে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড, আচরণগত ট্রান্সক্রিপ্ট (নম্বরপত্র) ও বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করা যাবে।

গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এ প্রক্রিয়া। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শুধু শ্রেণি শিক্ষকরা রিপোর্ট কার্ড ডাউনলোড করতে পারবেন। আর বিষয়ভিত্তিক শিক্ষকরা দুই ধরনের ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করতে পারবেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বেসরকারি মাধ্যমিক শাখার সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন জাতীয় শিক্ষাক্রম-২০২২ অনুসারে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড, আচরণগত ট্রান্সক্রিপ্ট ও বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট ২২ ডিসেম্বর থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত লিংকটি ব্যবহার করে ডাউনলোড করা যাবে। এক্ষেত্রে চারটি নির্দেশনা অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নির্দেশনাগুলো হলো—
১. ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শ্রেণি শিক্ষকরা তাদের ড্যাশবোর্ড লিংক থেকে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড ডাউনলোড করতে পারবেন।

২. ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিষয় শিক্ষকরা তাদের নিজ নিজ আইডি থেকে বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করতে পারবেন।

৩. পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দুপুর ১টার পর থেকে রিপোর্ট কার্ড, বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট ও আচরণগত ট্রান্সক্রিপ্ট ডাউনলোড কার্যক্রম বন্ধ থাকবে।

৪. শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম দুপুর ১টার পর থেকে বিষয়ভিত্তিক শিক্ষকরা চালিয়ে যেতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বিশেষ দুটি নির্দেশনাও উল্লেখ করা হয়। সেগুলো হলো- শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড ডাউনলোড করার আগে অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের সব তথ্য দিতে হবে। দ্বিতীয়টি হলো- প্রতিষ্ঠান ও শিক্ষকের সব তথ্য সংশোধনের সুযোগ চালু করা হয়েছে। প্রয়োজনীয় তথ্যগুলো সংশোধন করে হালনাগাদ করতে হবে। তাহলে রিপোর্ট কার্ডে সব তথ্য সঠিকভাবে দেখা যাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১২/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.