এইমাত্র পাওয়া

বেসরকারি বিশ্ববিদ্যালয়: ৫ বছরে নতুন কোর্স বেড়েছে ৩৫ শতাংশ

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ  প্রযুক্তি ও ব্যবহারিক বিষয়কে প্রাধান্য দিয়ে পুরনো কোর্সের সংস্কার এবং নতুন কোর্স চালুর উদ্যোগ নিয়েছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তথ্যানুযায়ী, গত পাঁচ বছরে এসব বিশ্ববিদ্যালয়ে কোর্স সংস্কারসহ নতুন কোর্স ৩৫ শতাংশ বেড়েছে।

প্রথমে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আইসিটি বিষয়ে কোর্স পরিচালনার উদ্যোগ নেয় ইউজিসি। পরে এই কোর্সকে হালনাগাদ সংস্কার করে মেশিন লার্নিং, ডাটা এনালিটিকস, ডাটা সায়েন্স, ডিপ লার্নিং, প্রগ্রামিং উইথ পাইথনের মতো কোর্সগুলো চালু করে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়।

বিষয়বস্তুভিত্তিক পড়াশোনার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রে দক্ষ করে গড়ে তুলতে এসব উদ্যোগ নেওয়া হয়।

ইউজিসির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে  জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব ক্যাম্পাসে আনার বাধ্যবাধকতা দেওয়ার পর থেকে কোর্স অনুমোদনের আবেদনের সংখ্যা বহুগুণে বেড়েছে। তবে এর আগেও অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় নতুন কোর্স পরিচালনার আবেদন জানিয়েছে। কোর্স পরিচালনায় ইউজিসির শর্তগুলো পূরণ করতে না পারায় অনুমোদন পায়নি অনেক বিশ্ববিদ্যালয়।

ইউজিসির বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, ২০১৯ সালে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এক হাজার ৬৩৯টি কোর্স পরিচালিত হয়। ২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় এক হাজার ৭০১টিতে। অর্থাৎ দুই বছরে কোর্স সংখ্যা বেড়েছে ৩.৭৮ শতাংশ। ইউজিসির তথ্য মতে, ২০২৩ সাল পর্যন্ত গত পাঁচ বছরে এই বৃদ্ধির হার অন্তত ৩৫ শতাংশ।

ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া বলেন, ‘বিদেশে গিয়ে দেখেছি শিক্ষার্থীরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে দুই বছর পড়ার পর বাকি দুই বছর এমআইটিতে পড়াশোনা করছে। বিজনেসের সঙ্গে টেকনোলজি কিভাবে কাজ করে কাস্টমার বা ইন্ডাস্ট্রির সম্পৃক্ততা কিভাবে বাড়ানো যায়, শিক্ষার্থীদের সে অনুযায়ী পাঠদান দেওয়া হয়। এই মডেলটি আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ও আহছানউল্লাহ ইউনিভার্সিটি ব্যবহার করছে। শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্রে সুযোগ-সুবিধা তৈরি করতে বিশ্ববিদ্যালয়গুলো এমন পদক্ষেপ নিচ্ছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এন্টারপ্রেনারশিপ বিষয়ে প্রথম কোর্স পরিচালনা শুরু করে ড্যাফোডিল ইউনিভার্সিটি।

এরপর ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি বিভিন্ন স্তরে এই বিষয়গুলো পড়ানো শুরু করে। একই সঙ্গে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান বিষয়গুলোর ওপর ভিত্তি করে মেশিন লার্নিং, ডাটা এনালাইটিকস ও ডাটা সায়েন্স কোর্সগুলো পরিচালনা করছে। বর্তমানে বিজনেস অনুষদে ‘স্টার্টআপ বিল্ড আপ’ নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেন্ড চলছে। এটি হলো এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট কোর্স। এরই মধ্যে চারটি বিশ্ববিদ্যালয়ে এই কোর্স পরিচালিত হচ্ছে। বিজনেসের সঙ্গে ইন্ডাস্ট্রি ও টেকনোলজিকে যুক্ত করে এই কোর্স ডিজাইন করা হয়েছে।

সম্প্রতি চালু হওয়া কোর্সগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মেশিন লার্নিং, এআই, রোবটিক্স, ডিপ লার্নিং, এআই বিজনেজ, ডাটা সিকিউরিটি, সাইবার সিকিউরিটি ও সাইবার ফরেন্সিক। আগে এ ধরনের কোর্স ছিল না। উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেমন—সোশ্যাল সায়েন্স, ল ও বিজনেজ। এগুলোকে আরো বেশি প্রযুক্তিবান্ধব করে কোর্স ডিজাইন করা হয়েছে, যেমন—সোশ্যালজি হয়েছে ‘সোশ্যালজি এনালেটিকস’। মূলত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানা, ব্যাবসায়িক দৃষ্টিভঙ্গিতে দেখা এবং সমাজে কিভাবে কাজে লাগানো যায়, সেভাবেই কোর্স ডিজাইন করা হচ্ছে।

কমিশনের পরিকল্পনা বিভাগ থেকে জানা যায়, ভবিষ্যতে কোন ধরনের কর্মক্ষেত্র তৈরি হবে এবং সেখানে কত দক্ষ জনবল প্রয়োজন হবে এ নিয়ে কাজ করছে আইসিটি মন্ত্রণালয় ও এটুআই। এ লক্ষ্যে আন্তর্জাতিক আদলে দেশের চাঁদপুর, খড়কপুরসহ বিভিন্ন স্থানে আটটি ইনকিউবেশন সেন্টার করা হয়েছে। এই ইউকিউবেশন সেন্টারে বিভিন্ন বিজনেস প্রফেশনালরা আসবেন, তাঁরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর অ্যালামনাইদের মাধ্যমে ছোট ছোট গবেষণা ও বিভিন্ন সমস্যার সমাধানের নকশা তৈরি করবেন, যা ব্যাবসায়িক উদ্দেশে পরিচালিত হবে। চট্টগ্রাম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, রাজশাহী ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কুমিল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঢাকা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও ঢাকা ইউনিভার্সিটির আইআইটিতে এ ধরনের ইনকিউবেশন সেন্টার আছে। আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ইনকিউবেশন সেন্টার তৈরির পরিকল্পনা রয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.