নাটোরের লালপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আব্দুল হালিম দুলাল নামে এক শিক্ষককে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা।
আটককৃত শিক্ষক উপজেলার কুজিপুকুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সে অর্জুনপুর গ্রামের মৃত হাজী আব্দুর রশিদের ছেলে ও সাবেক সাংসদ শেফালী মমতাজের এপিএস রওশন আলম সুরুজের বাবা।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিদ্যালয় চলাকালীন সময়ে শ্রেণিকক্ষের মধ্যে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানসমূহে হাত দিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করেন। এ সময় ছাত্রীর চিৎকারে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এসে শিক্ষক দুলালকে আটকে রেখে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত শিক্ষক দুলালকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা আরো জানান, পূর্বে কয়েকবার এ ধরনের ঘৃণিত কাজ করেছেন শিক্ষক দুলাল। ছেলে কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও সাবেক সাংসদের এপিএসের বাবা হওয়ায় পার পেয়ে যান। তার দৃষ্টান্তমূলক শাস্তি চায় এলাকাবাসী ।
লালপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল, শিক্ষক আব্দুল হালিম দুলালকে যৌন নির্যাতনের অভিযোগে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। মামলার প্রস্তুতি চলছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.