ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দশম শ্রেণির ছাত্রী ধর্ষণে অভিযুক্ত সুজন আলীসহ মামলার অন্যান্য আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কালমেঘ আর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।
রোববার দুপুর ২টায় বৃষ্টি উপেক্ষা করে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের কালমেঘ বারঢালী বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধন কর্মসূচিতে কালমেঘ আর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহিল বাকী, দুওসুও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, স্কুল ছাত্রীর বাবা, মা, ভাইসহ স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, প্রকাশ্যে দিনদুপুরে স্কুল থেকে ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করার পরও ধর্ষক এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। মামলার ৫ জন আসামির মধ্যে ২ জনকে পুলিশ গ্রেপ্তার করলেও বাকি দুজন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদের ধরছে না।
দুওসুও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, ধর্ষক যে দলেরই হোক না কেন, তাকে ছাড় দেয়া হবে না। প্রশাসনের লোকজনের কাছে তিনি সব আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ৪ জুলাই কালমেঘ আর উচ্চ বিদ্যালয় ও কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করে সুজন আলী নামে এক বখাটে। এ ঘটনায় ছাত্রীর বাবা থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করলে ধর্ষকের মা ও বোনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ বাকি আসামিদের গ্রেপ্তারে তৎপরতা চালানোর কথা বললেও স্কুলছাত্রীর পরিবার বলছে আসামিরা এলাকায় রয়েছে। কিন্তু পুলিশ তাদের ধরছে না।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.