এইমাত্র পাওয়া

চবির ইতিহাস বিভাগের নতুন চেয়ারম্যান ড. শামীমা হায়দার

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. শামীমা হায়দার। তিনি আগামী তিন বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর ) দুপুর ১২টার দিকে বিভাগটির নতুন চেয়ারম্যানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ্যাক্ট ১৯৭৩-এর ১ম সংবিধির ৭নং ধারা অনুযায়ী ইতিহাস বিভাগের অধ্যাপক ড. শামীমা হায়দার বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক মাসিক ভাতা ও অন্যান্য সুবিধাদি আগামী তিন বছরের জন্য পাবেন।

নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. শামীমা হায়দার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ সমগ্র দেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী বিভাগ। এই বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য আশীর্বাদ। আমার শ্রদ্ধেয় সকল শিক্ষককে আমি স্মরণ করছি। প্রিয় বিভাগের অতীতের ঐতিহ্য ধরে রাখতে ও সবার আশার প্রতিফলন ঘটাতে আমি শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও সকল ছাত্রছাত্রীদের সহযোগিতা কামনা করছি।

এর আগে ইতিহাস বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দুই মাস দায়িত্ব পালন করেন ড. শামীমা হায়দার। দায়িত্বে থাকাকালীন অল্প সময়ের মধ্যে ‘বঙ্গবন্ধুর জীবনী’ নিয়ে সেমিনার আয়োজন করেন। উপমহাদেশের বিখ্যাত ইতিহাসবিদ ও চবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল করিমের ছাত্রী ছিলেন তিনি। সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ শাহ ইতিহাস বিভাগের সভাপতি থাকাকালীন ড. শামীমা হায়দার শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি ইতিহাস বিভাগের ১৮তম চেয়ারম্যান।

উল্লেখ্য যে, অধ্যাপক ড. শামীমা হায়দার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগ থেকে ১৯৯১-৯২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাস করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ড. শামীমা হায়দার ২০০০ সালের ১৬ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। এছাড়া তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে এম ফিল ও ২০০৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১১/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.