শীর্ষে আর্জেন্টিনা, পেছাল ব্রাজিল

ঢাকাঃ বিশ্বকাপ বাছাই পর্বে একের পর এক হারে বিপর্যস্ত ব্রাজিল ফুটবল দল। প্রতিযোগিতায় সর্বশেষ তিন ম্যাচেই হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নিজেদের বাছাই পর্বের ইতিহাসে প্রথমবারের মতো ঘরের মাঠে পরাজয় মেনে নিয়েছে সেলেসাওরা। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হারের লজ্জায় পড়ে স্বাগতিকরা। টানা হারের কারণে ফিফা র্যাঙ্কিংয়ে দুই ধাপ অবনমন হয়েছে ব্রাজিলের।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) চলতি মাসের ফুটবল র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদ তালিকা প্রকাশ করেছে ফিফা। তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে দুই ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগের মতো ১৮৩ নম্বর স্থানে রয়েছে বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন ম্যাচ হারায় তিন থেকে পাঁচে নেমে গেছে ব্রাজিল। একধাপ করে এগিয়ে তিন ও চার নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড ও বেলজিয়াম। ব্রাজিলের অবনমন হলেও শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে রয়েছে রানার্সআপ ফ্রান্স।

ব্রাজিলের পাশাপাশি র্যাংকিংয়ে এক ধাপ করে অবনমন হয়েছে নেদারল্যান্ডস ও পর্তুগালের। সর্বশেষ র্যাংকিং অনুযায়ী ছয় ও সাত নম্বরে অবস্থান করছে ডাচ ও পর্তুগিজরা। তবে অষ্টম, নবম ও দশম স্থানে থাকা স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়ার কোনো ধরনের পরিবর্তন হয়নি।

লাতিন অঞ্চলের বাছাই পর্বে ব্রাজিল-আর্জেন্টিনাকে হারের স্বাদ দিয়েছে উরুগুয়ে। দুই জায়ান্টকে হারানোয় সবশেষ ফিফা র্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছে মার্সেলো বিয়েলসার শিষ্যরা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১১/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.