এইমাত্র পাওয়া

নয় বছর বয়সী ফিলিস্তিনি শিশুকে মৃত্যুদণ্ড দিলো ইসরাইল

ঢাকাঃ নয় বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুকে মৃত্যুদণ্ড দিয়েছে দখলদার ইসলাইল। এই ঘটনাকে ‘ঠাণ্ডা মাথায় হত্যা’ বলে অভিহিত করেছেন অধিকৃত ফিলিস্তিনি নিযুক্ত জাতিসঙ্ঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ।

বুধবার জেনিনে একটি শিশু হত্যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে আলবানিজ লেখেন, ‘এই শিশুকে ইসরাইল ঠাণ্ডা মাথায় হত্যা করেছে। এতে প্রমাণিত হয় যে ইসরাইলের দখলে কোনো ফিলিস্তিনি নিরাপদ নয়।’

একই অভিযানে ইসরাইলি বাহিনী বাসিল সুলেমান আবু আল-ওয়াফাকেও (১৫) হত্যা করে।

উল্লেখ্য, ওই শিশুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ৭ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি বাহিনী এবং সশস্ত্র বসতি স্থাপনকারীদের নিহতদের সংখ্যা ২৩০ জনে পৌঁছেছে। সূত্র : আলজাজিরা

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১১/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.