শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার টনকী ছাদেকুল উলুম ফাজিল মাদ্রাসায় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষা প্রতিষ্ঠানটি আলিম পর্যায় এমপিওভুক্ত এবং ফাজিল পর্যায় পাঠদানের অনুমতিপ্রাপ্ত।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) এবং সরকারি বিধি মোতাবেক মাদ্রাসাটিতে একজন অধ্যক্ষ, একজন ইবতেদায়ী প্রধান ও একজন অফিস সহকারী কাম হিসাব সহকারী নিয়োগ দেওয়া হবে।
অধ্যক্ষ পদে আলিম/ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ হিসেবে সর্বনিম্ন ৩ বছর অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে এবং অফিস সহকারী-কাম-হিসাব সহকারী পদে কম্পিউটার অপারেটিং-এ দক্ষতাসম্পন্ন হতে হবে।
অধ্যক্ষ পদে এক হাজার টাকা অন্যান্য পদে পাঁচশত টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট ও দুই কপি ছবি, প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২৯ নভেম্বরের মধ্যে সভাপতি বরাবর আবেদন করতে হবে।
আবেদনের ঠিকানাঃ সভাপতি, টনকী ছাদেকুল উলুম ফাজিল মাদ্রাসা, পোষ্ট অফিস কর্মমঠ, উপজেলা আখাউড়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া । মোবাইলঃ ০১৬৭১-৬৯৪২০৯
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.