জামালপুরঃ জেলার মাদারগঞ্জ উপজেলার বিনোদটঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাহিদা আক্তারের বিরুদ্ধে এক শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষার্থীর অভিভাবক।
পরে বিষয়টি উপজেলা একাডেমি সুপারভাইজার শফিকুল হায়দারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ইউএনও।
অভিযোগ সূত্রে জানা যায়, শরীফা নামের ভুক্তভোগী ওই শিক্ষার্থী বিনোদটঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। তার ক্লাস রোল নম্বর ২।শরীফার বাবা শহিদুল্লাহ ভাষ্য, প্রাক-প্রাথমিকে ভর্তির পর থেকেই আমার মেয়ে উপবৃত্তির টাকা পাচ্ছে না। চলতি বছর জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত অনেকেই উপবৃত্তির টাকা পেলেও শরীফা কোনো টাকা পায়নি।
বিষয়টি সন্দেহ হওয়ায় বিদ্যালয়ে গিয়ে দেখি তৃতীয় শ্রেণির উপবৃত্তি প্রাপ্তদের তালিকায় শরীফার নাম থাকলেও একাউন্ট নাম্বার দেওয়া হয়েছে অন্যজনের। এরপর খোঁজ নিয়ে জানতে পারি, ওই নগদ নাম্বারটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এক স্বজনের।
এ ঘটনায় আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গত ৩০ অক্টোবর লিখিত অভিযোগ দায়ের করলে ৯ নভেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাহিদা আক্তার উপবৃত্তির টাকা দেওয়ার জন্য তার বাড়িতে এসেছিলেন। কিন্তু আমি উপবৃত্তির টাকা নেইনি।
তবে এই অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাহিদা আক্তার বলেন, ওই শিক্ষার্থীর জন্মনিবন্ধন কার্ড জমা না দেওয়ায় উপবৃত্তির তালিকায় তার নাম ওঠেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ইলিশিয়া রিছিল বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
তদন্তের বিষয়টি নিশ্চিত করে উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল হায়দার জানান, উপবৃত্তি বঞ্চিত শিক্ষার্থী ও অভিযুক্ত শিক্ষিকাকে চিঠি দেওয়া হয়েছে। দুইপক্ষের সত্যতা যাচাইয়ের পর প্রতিবেদন দাখিল করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.