এইমাত্র পাওয়া

‘গোপন নিয়োগের’ জেরে ৮ দিন ধরে বিদ্যালয়ে তালা

কুড়িগ্রামঃ জেলার রৌমারীতে একটি বিদ্যালয়ে ‘গোপন’ নিয়োগকে কেন্দ্র করে ৮ দিন ধরে তালা ঝুলিয়ে রেখেছে বিক্ষোভকারীরা। ফলে বিদ্যালয়ের প্রশাসনিক ও পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

রবিবার সারা দেশে বিদ্যালয়ে পাঠদান হলেও উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের টাপুরচর বালুগ্রাম উচ্চবিদ্যালয় খোলা হয়নি। বিদ্যালয়ে তালা দেওয়ার ৮ দিন অতিবাহিত হলেও খোলার ব্যাপারে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন।

জানা গেছে, উচ্চবিদ্যালয়ে গোপনে ‘১৫ লাখ’ টাকার বিনিময়ে আয়া পদে মিতুরানী ও অফিস সহায়ক পদে মর্জিনা বেগমকে নিয়োগ সম্পন্ন হয়েছে। প্রধান শিক্ষক আব্দুল গনি ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. চাঁন মিয়া যোগসাজসে এই নিয়োগ হয়েছে।

এই ঘটনা জানাজানি হলে প্রধান শিক্ষক ও সভাপতির অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষো করে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। এ সময় প্রধান শিক্ষক আব্দুল গনির কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা। প্রধান শিক্ষকের পক্ষে থেকে মামলা-মোকদ্দমার ভয় দেখানো হলেও আরো কঠোর আন্দোল গড়ে তুলেন বিক্ষোভকারীরা। পরে তালা ঝুলিয়ে দেয় তারা

জানতে চাইলে প্রধান শিক্ষক মো. আব্দুল গনি বলেন, ‘নিয়োগে একটু ভুল-ত্রুটি হয়েছে। তবে সমাধানের চেষ্টা চলছে।’ টাকার গ্রহণের বিষয় অস্বীকার করেন তিনি।

বিদ্যালয়ে সভাপতি মো. চাঁন মিয়া বলেন, ‘প্রধান শিক্ষককের কথা মতো আমি নিয়োগ সংক্রান্ত কাগজে স্বাক্ষর করেছি। পরে বুঝতে পারছি প্রতারণা করে আমার স্বাক্ষর নিয়েছেন। শুনেছি প্রধান শিক্ষক নিয়োগ ব্যাপারে ১৫ লাখ টাকা গ্রহণ করেছেন।’

রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামছুল আলম। তিনি বলেন, ‘বিষয়টি প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে বিভাগীয় মামলা করা হবে।’

ইউএনও নাহিদ হাসান খান বলেন, ‘নিয়োগ সংক্রান্ত বিষয়ে একাডেমিক সুপারভাইজার তদন্ত করে প্রতিবেদন দিয়েছেন। এছাড়া তালা খোলার বিষয়টি সহকারি কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১০/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.