চট্টগ্রামঃ জেলার মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাকঘর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি লরির ধাক্কায় তানজিনা আক্তার (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই লরিটি আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর ভাঙ্গারপুল এলাকায় এ দুর্র্ঘটনা ঘটে।
নিহত তানজিনা আক্তার উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভাঙ্গারপুল এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। সে উপজেলার হযরত শাহ সূফী মাওলানা নুর আহমদ রহঃ দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী।
ওই মাদ্রাসার সুপারিটেনডেন্ট শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে মাদ্রাসা থেকে ৫০০ গজ দূরে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন তানজিনা। এসময় চট্টগ্রামমুখী একটি লরি রাস্তার বাইরে গিয়ে তাকে ধাক্কা দেয়। এসময় আশপাশের লোকজন দৌড়ে এসে তানজিনাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এ ঘটনায় কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, সকালে ডাকঘর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী লরির ধাক্কায় তানজিনা আক্তার নামের এক মাদ্রাসার ছাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় একটি লরি থানা হেফাজতে নেয়া হয়েছে। নিহত শিক্ষার্থীর লাশ পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.