এইমাত্র পাওয়া

আইডিয়াল স্কুল এন্ড কলেজের সেই আতিককে শোকজ

ঢাকাঃ আর্থিক অনিয়ম ও দায়িত্বহীনতার কারণে সহকারী প্রকৌশলী আতিকুর রহমান খানের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ দিয়েছে মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি। পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমানের সই করা অফিস আদেশে মঙ্গলবার (১০ অক্টোবর) প্রকাশিত হয়।

প্রসঙ্গত, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ওই সহকারী প্রকৌশলী আতিকুর রহমান খানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে এবং গণমাধ্যমের সংবাদের শিরোনামে তা উঠে আসে। তার নামে দুর্নীতি দমন কমিশনেও অভিযোগ করা হয়।

কারণ দর্শানো নোটিশে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বরের মধ্যে লিফট স্থাপন করার কথা ছিল, যা অদ্যাবধি সম্পন্ন করেননি। তাছাড়া লিফট প্রদানকারী কোম্পানির সঙ্গে যে চুক্তি করেছেন তা অতিদুর্বল, লিফট স্থাপনের কাজে শিথিলতা ও লিফট স্থাপনে বিলম্ব করেছেন। লিফটের সকল কাজ আপনার উপর ন্যস্ত ছিল কিন্তু আপনি বড় অংকের দরপ্রাক্কলন করে বিদ্যালয়ের আর্থিক ক্ষতি করেছেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান। পূর্ত সিভিল ইলেকট্রিক কাজ দ্রুত শেষ করার কথা থাকলেও ইচ্ছাকৃতভাবে আপনি দেরী করেছেন। আপনার চাহিদা মোতাবেক অতিরিক্ত আর্থিক সুবিধা না পাওয়ার কারণে লিফটের কাজ নিরুৎসাহিতভাবে করেছেন বিধায় কাজে বিলম্ব হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। এ কারণে দায়িত্বহীন কাজের ফলে প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টিসহ প্রতিষ্ঠারে সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করা, স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা, প্রতিষ্ঠান প্রধান ও কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করা, পেশাগত অদক্ষতা, আর্থিক অনিয়ম, দায়িত্ব পালনে অবহেলা এবং আপনার নিয়োগপত্রের শর্ত ভঙ্গ করেছেন। আপনাকের এ ধরনের দায়িত্বহীন আচরণের জন্য আপনার বিরুদ্ধে কেন বেসরকারি বিদ্যালয়ের চাকরি বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না পত্র পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/১০/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.