এইমাত্র পাওয়া

শিক্ষককে চড়-থাপ্পড় : দেশব্যাপী কর্মবিরতির হুঁশিয়ারি

খুলনাঃ চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাইফুল আমিন শীর্ষ কর্তৃক শিক্ষক হাফিজুর রহমানকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ এবং দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টায় খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) খুলনা অঞ্চল কমিটির আহ্বানে এবং জেলা কমিটির ব্যবস্থাপনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাসমাশিস খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওমর ফারুকের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা অঞ্চল বাসমাশিসের সভাপতি মমতাজ খাতুন।

মানববন্ধনে মমতাজ খাতুন বলেন, সারা দেশে শিক্ষকদের ওপর নানাভাবে নির্যাতন ও লাঞ্ছনার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। শিক্ষকদের নিরাপত্তা আজ হুমকির মুখে। অথচ এ ব্যাপারে সিভিল ও শিক্ষা প্রশাসন অনেকটাই উদাসীন, যা জাতির জন্য দুর্ভাগ্যজনক। আপনারা জানেন গত রোববার (৮ অক্টোবর) চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান বিদ্যালয়ে চলমান নির্বাচনী পরীক্ষায় দায়িত্ব পালনকালে একজন শিক্ষার্থী তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এটি শিষ্টাচারবহির্ভূত এবং গর্হিত কাজ। শিক্ষকের ওপর এ ধরনের আচরণ কোনোভাবে মেনে নেওয়া যায় না। এমন ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। একইসঙ্গে শিক্ষক লাঞ্ছিত করার সঙ্গে জড়িত শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলসহ তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। অন্যথায় সারা দেশের সরকারি/বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি গ্রহণ করতে আমরা বাধ্য হব।

মানববন্ধনে আরও বক্তব্য দেন সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. মাকামী মাকছুদা, দিলদার আহমেদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তুহিন জাহান চৌধুরী, খুলনা জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক দুলালী দাস, সেনহাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, বরকানন্দ ইউনিয়ন (বি.কে) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, বাসমাশিস খুলনা জেলা কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান, দৌলতপুর মহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ফিরোজা খাতুন ছোট্টমনি প্রমুখ।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বাসমাশিসের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সালাহ উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বদরুজ্জামান, বাসমাশিস খুলনা অঞ্চল কমিটির কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক জেবুন্নেছা ঝর্ণা, অঞ্চল কমিটির সদস্য আশীষ কুমার সরকার, সরকারি ইকবালনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লস্কর সোহেল রানা, বাসমাশিস খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ইউনিটের সাধারণ সম্পাদক জি.এম মোশাররফ হোসেনসহ খুলনা নগরীর ও জেলা সদরের সরকারি/বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক শিক্ষক/শিক্ষিকা উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/১০/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.