বগুড়াঃ জেলার এক আবাসিক মাদরাসা থেকে শিফা খাতুন (১৫) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
শিফা খাতুন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পোতাট্টি গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে। বগুড়া শহরের গোদারপাড়া এলাকায় তালিমুল কুরআন মহিলা আবাসিক মাদরাসায় হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল সে।
মাদরাসার পরিচালক মাহফুজুল আলম এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শিফা খাতুন মাদ্রাসায় ভর্তি হয়ে আবাসিক শিক্ষার্থী হিসেবে মাদরাসাতেই অবস্থান করতো। সোমবার ভোরে অন্যান্য শিক্ষার্থীদের সাথে ঘুম থেকে উঠে সে ফজরের নামাজ আদায় করে। এরপর অন্যান্য শিক্ষার্থীদের অগোচরে মাদরাসার একটি পরিত্যাক্ত কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।’
মাদরাসার পরিত্যাক্ত কক্ষে শিফা খাতুনের ঝুলন্ত মরদেহ দেখে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে আত্মহত্যার ঘটনা। তারপরও সন্দেহ এড়াতে মরদেহের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.