নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জালিয়াতির মাধ্যমে মাদরাসায় চার প্রভাষককে জ্যেষ্ঠ প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাইয়ে দেওয়ার অভিযোগে চার অধ্যক্ষের এমপিও বন্ধে কারণ দর্শানো নোটিশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে পদোন্নতি পাওয়া চার শিক্ষকের এমপিও বন্ধে কারণ দর্শানোর নোটিশ করা হয়।
অন্যদিকে প্রাপ্যতা থাকার পরও একজন শিক্ষককে পদোন্নতি বঞ্চিত করার কারণে আরও একজন অধ্যক্ষের এমপিও বন্ধে কারণ দর্শানো নোটিশ করা হয়।
রবিবার (৩ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা পৃথক আদেশে এসব তথ্য জানানো হয়।
তথ্যানুযায়ী, তথ্য গোপন ও ভুয়া কাগজপত্র তৈরির মাধ্যমে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে জ্যেষ্ঠ প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে আর্থিক সুবিধা দেওয়ার ব্যবস্থা করেছেন সংশ্লিষ্ট অধ্যক্ষরা। এমন পাঁচজন অধ্যক্ষসহ ৯ শিক্ষকের এমপিও বন্ধ বা স্থায়ীভাবে বন্ধের সুপারিশ ঊর্ধ্বতন পর্যায়ে কেন হবে না, তা ৭ কর্মদিবসের মধ্যে জানাতে বলা হয়। একইভাবে সংশ্লিষ্ট শিক্ষকদেরও কারণ দর্শাতে বলা হয়।
নারায়ণগঞ্জের সৈয়দপুর হাজী আলী হোসেন বেপারি আলিম মাদরাসার আরবি প্রভাষক মো. মিজানুর রহমান জালিয়াতির মাধ্যমে পদোন্নতি পান। তার পদোন্নতি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন অধ্যক্ষ মো. শফিউল আলম।
বরিশালের হিজলা উপজেলার মাউলতলা ইসলামিয়া ফাজিল মাদরাসার বাংলার প্রভাষক আবদুল্লাহ আল মামুন জালিয়াতির মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। তাকে পদোন্নতি পাইয়ে দিতে সব ব্যবস্থা নিয়েছেন অধ্যক্ষ মো. হারুন অর রশিদ।
সুনামগঞ্জের মেরুয়াখলা মমিনিয়া দাখিল মাদরাসার আরবি প্রভাষক আবু সাঈদ জালিয়াতির মাধ্যমে পদোন্নতি দেওয়ার ব্যবস্থা করে দেন অধ্যক্ষ মো. নজরুল ইসলাম।
নীলফামারীর সৈয়দপুর উপজেলার শ্বাষকান্দার আলিম মাদরাসার আরবি প্রভাষক মোহাম্মদ লিয়াকত আলী। তার পদোন্নতি পাইয়ে দিতে ব্যবস্থা নিয়েছেন অধ্যক্ষ মো. আব্দুল মান্নান সরকার।
আরেক আদেশে বলা হয়, জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ইসলামপুর ইসলামিয়া কামিল মাদরাসার প্রভাষক মো. মাহমুদল হক সহকারী অধ্যাপক পদে পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন এবং পদোন্নতির প্রাপ্যতা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করছেন না। এমতাবস্থায় অসদাচরণ করায় কেন অধ্যক্ষের এমপিও বন্ধের ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে না, তা আগামী ৭ কর্মদিবসের মধ্যে জানাতে নোটিশ দেওয়া হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.