এইমাত্র পাওয়া

এটা হিন্দুদের দেশ, পাকিস্তানে যাও: শিক্ষকের উক্তিতে তোলপাড়

ঢাকাঃ ভারতের কর্ণাটকে এক শিক্ষকের বিরুদ্ধে দুই মুসলিম ছাত্রকে পাকিস্তানে যেতে বলার অভিযোগ উঠেছে বলে ওই দুই ছাত্রের অভিভাবকরা শিক্ষা বিভাগে নালিশ করেছেন। সূত্র: এনডিটিভি অনলাইন।

বৃহস্পতিবার ৫ম শ্রেণীর ওই দুই শিক্ষার্থী ক্লাশ চলাকালে ঝগড়া করায় ক্ষুদ্ধ হয়ে শিক্ষক ওই মন্তব্য করেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কান্নাড়া ভাষার ওই শিক্ষক সে সময় ওই দুই শিক্ষার্থীকে তিরস্কার করে বলেন, ‘পাকিস্তানে যাও, এটা হিন্দুদের দেশ।’

কর্ণাটকের শিভামোগ্লো জেলার একটি উর্দু ইনস্টিটিউশনের শিক্ষক।

এনডিটিভিকে শিক্ষা বিভাগের কর্মকর্তা বি নাগরাজ জানান, ‘আমরা ওই শিক্ষককে অন্য একটি স্কুলে বদলি করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।’

]উল্লেখ্য, কয়েকদিন আগে উত্তর প্রদেশের মুজাফফরনগরে এক শিক্ষিকা ক্লাশে এক ক্ষুদে মুসলিম শিক্ষার্থীকে তার সহপাঠিদের চড় মারার নির্দেশ দেন বলে এক ভিডিও ক্লিপে দেখা যায়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৯/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.