Breaking News

বাড়িতে মায়ের মরদেহ রেখে এইচএসসি পরীক্ষা দিল ছেলে

নেত্রকোনাঃ ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কুইন্টার ঘাগ্রা (২১) নামে আদিবাসী এক এইচএসসি পরীক্ষার্থীর মা। সকালেই কুইন্টারের পরীক্ষা। শেষ পর্যন্ত মায়ের লাশ বাড়িতে রেখে অশ্রুসজল চোখে পরীক্ষা দিলেন আদিবাসী ওই শিক্ষার্থী।

কুইন্টার দুর্গাপুরের আলহাজ মফিজ উদ্দিন তালুকদার কলেজ থেকে পরীক্ষা দিচ্ছেন।

দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আজ ছিল তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা। তার বাড়ি পার্শ্ববর্তী উপজেলার কলমাকান্দা লেঙ্গুড়া ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে। বাবার নাম সিলভেস্টার ঘাগ্রা।

পরিবার সূত্রে জানা গেছে, মেজো ছেলে কুইন্টার ঘাগ্রার এইচএসসি পরীক্ষা চলছে।

আজ রবিবার ভোর ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মা হেলিমা ঘাগ্রা। মায়ের লাশ ঘরে রেখেই পরীক্ষার কেন্দ্রে এসে পরীক্ষা দেন ছেলে কুইন্টার ঘাগ্রা। হঠাৎ মায়ের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

পরীক্ষার্থী কুইন্টার ঘাগ্রার বড় ভাই জাল সেং ঘাগ্রা বলেন, ‘দীর্ঘদিন ধরে হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন মা।

আজ ভোরে মা মারা গেছেন। আমার ছোট ভাই মায়ের মৃতদেহ বাড়িতে রেখেই পরীক্ষা দিতে গিয়েছে। পরীক্ষা শেষ করে আবার বাড়িতে ফিরেছে। মায়ের লাশ সমাধির প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৮/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

জার্মানির আউসবিল্ডুং: সুযোগ-সুবিধা কী, আবেদন পদ্ধতি কেমন

ঢাকাঃ পরিবেশবান্ধব, তথ্যপ্রযুক্তি এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে ক্রমশ এগিয়ে শেনজেন ভুক্ত দেশ জার্মানি। ফলে …