শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ দেশের সরকারি ৩৩টি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এক বছরে ছয়টি খাতে প্রায় ৭০ কোটি টাকার নিরীক্ষা আপত্তি উঠেছে। অডিট অধিদপ্তরের ২০২০-২১ অর্থবছরের প্রতিবেদনে এসব আপত্তি উঠেছে।
১০ পাতার ওই নিরীক্ষা প্রতিবেদনের আপত্তির সব কয়টিই ছোট খাতসংশ্লিষ্ট। এর মধ্যে আছে বিশ্ববিদ্যালয়ে মালপত্র সরবরাহকারী প্রতিষ্ঠানের আয়কর কম কর্তন, কম ভ্যাট কর্তন, বরাদ্দের চেয়ে জ্বালানি বেশি কেনা, বরাদ্দের চেয়ে অধিক টাকার গাড়ি মেরামত, শিক্ষক-কর্মকর্তাদের অগ্রিম টাকা দিয়ে সমন্বয় না করা, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকায় গাড়ি কেনা ও অবৈধভাবে ডিনদের মাসিক সম্মানী দেওয়া।
এতে দেখা যায়, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি নিরীক্ষা আপত্তি উঠেছে।
শিক্ষা অডিট অধিদপ্তর থেকে পরিচালিত ওই নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ থেকে ২০২০-২১ সাল পর্যন্ত কার্য, পণ্য ও সেবা সরবরাহ বিল থেকে নির্ধারিত হারের চেয়ে কম হারে ভ্যাট কর্তন করায় ৪৯ কোটি ৯২ লাখ ২০ হাজার ১৩৫ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাশ বই, ব্যাংক হিসাব, আদায় রেজিস্টার ও বিল ভাউচার যাচাই করে এ তথ্য পেয়েছে অডিট অধিদপ্তর। সেখানে ১৫ শতাংশ ভ্যাট কর্তনের স্থলে ৭.৫০ শতাংশ ভ্যাট কর্তন করা হয়েছে।
অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চুয়েট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোম্পেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
প্রতিবেদনে বলা হয়, পণ্য ও সেবা সরবরাহকারী বিল থেকে কম হারে আয়কর কর্তন করায় সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে ৪২ লাখ ৯০ হাজার ৯৪৭ টাকা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ ১০টি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এ আপত্তি পাওয়া গেছে। এ ছাড়া শিক্ষক-কর্মকর্তাদের দেওয়া অগ্রিমের ১৪ কোটি ২০ লাখ ৪১ হাজার ৭৬০ টাকা সমন্বয় না করায় সরকারের রাজস্ব ক্ষতি করেছে ২১টি বিশ্ববিদ্যালয়।
এগুলোর মধ্যে অন্যতম রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
প্রতিবেদনে দেখা যায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গাড়ি কিনে এক কোটি ৭৩ লাখ ৭৪ হাজার ৮৬৫ টাকা রাজস্ব ক্ষতি করা হয়েছে। দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এই আপত্তি উঠেছে।
এসব বিষয়ে যোগাযোগ করা হলে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ জেড এম মোস্তাক হোসেন বলেন, ‘যা কিছু করা হয়েছে সিন্ডিকেটের অনুমতি নিয়ে। অবশ্য অনেক সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে আমি এখানে যোগদান করার আগেই।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.