এইমাত্র পাওয়া

ময়মনসিংহের গফরগাঁওয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি

জাহাঙ্গীর আলম সেলিমঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

আজ শনিবার রাত ৮ টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে তিনি গফরগাঁওয়ে আসেন।

রেলওয়ে স্টেশনে প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমনসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী । এ সময় স্টেশনে অপেক্ষমান উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, প্রতিমন্ত্রী শরীফ আহমেদে আগামীকাল রবিবার স্থানীয় রুস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় ও অসহায় ক্যান্সার আক্রান্ত রোগীদের মধ্যে সরকারি সহায়তার চেক বিতরণ করার কথা রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.