জাহাঙ্গীর আলম সেলিমঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
আজ শনিবার রাত ৮ টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে তিনি গফরগাঁওয়ে আসেন।
রেলওয়ে স্টেশনে প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমনসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী । এ সময় স্টেশনে অপেক্ষমান উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, প্রতিমন্ত্রী শরীফ আহমেদে আগামীকাল রবিবার স্থানীয় রুস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় ও অসহায় ক্যান্সার আক্রান্ত রোগীদের মধ্যে সরকারি সহায়তার চেক বিতরণ করার কথা রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.