প্রেস বিজ্ঞপ্তি:
নার্সারি শাখায় অংশ গ্রহণ করে পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করায় শিক্ষার্থী তাইনুবাহ রুশনি (৬) বেগম রোকেয়া সাখাওয়াত স্বর্ণপদক বৃত্তি লাভ করেছেন।
শনিবার বিকালে উপজেলার গ্রীন পার্ক কমিউনিটি সেন্টারে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
তাইনুবাহ রুশনি প‚র্ব বৈলছড়ি ডাক্তার মনিরুল আলম গ্রাসরুটস স্কুলের নার্সারি গ্রুপের শিক্ষার্থী ছিল। প্রায় ১৫ হাজার শিক্ষার্থীদের মধ্যে সে প্রথম স্থান ও স্বর্ণপদক অর্জন করেন।
তিনি বাঁশখালী উপজেলার প‚র্ব বৈলছড়ি ৩নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আব্দুর রশিদ ও জেসমিন আকতার এর কণ্যা সন্তান। পিতা পেশায় একজন প্রথম শ্রেণির মেরিন ইঞ্জিনিয়ার। রুশনি সকলের দোয়া প্রার্থী।
মহিয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর নামে স্বর্ণপদক বৃত্তি’টি আল আমিন সংঘের ব্যবস্থাপনা ও মজুমদার ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতি বছর অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
স্বনামখ্যাত শিক্ষক মোহাম্মদ ওসমান গনি পরীক্ষা নিয়ন্ত্রক ও আহবায়ক ছিলেন জসিম উদ্দীন মজুমদার।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.