এইমাত্র পাওয়া

আলোকিত জীবনের জন্য বই

মাহমুদ ইউসুফ :

মানুষের সর্বোত্তম বন্ধু কে? কোনো রাখঢাক ছাড়াই এককথায় বলা অসঙ্গত হবে না যে, বই মানুষের শ্রেষ্ঠতম বন্ধু। বই মানুষের সরব শুভাকাক্সক্ষী, সুহৃদ, সাহায্যকারী। বই-ই মানুষের প্রাণপ্রিয় বন্ধু, ইয়ার, সব সময়ের সঙ্গী। ‘রুটি, মদ ফুরিয়ে যাবে। প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে। কিন্তু একখানা বই অনন্ত যৌবনা। যদি তেমন বই হয়।’ হাজার বছর আগে পারসি কবি, দার্শনিক ও গণিতবিদ ওমর খৈয়ামের সেই বিখ্যাত উক্তি আজও জীবন্ত, শাশ্বত, হৃদয়গ্রাহী।

বই শুধু ছাত্র-শিক্ষকদের জন্য নয়, সব বয়সী মানুষের জন্য। কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ সবার জন্য বই। সব শ্রেণি-পেশার মানুষের জন্য বই। নিঃসঙ্গতার প্রকৃত সাথী বই। সহপাঠী, সহকর্মী, শুভার্থী, জীবনসাথী যতই পরীক্ষিত বন্ধু হোক- যে কোনো সময় ভোল পাল্টে ফেলতে পারে। কিন্তু গ্রন্থ, পুস্তক, কিতাব চিরকালের বন্ধু। বিপদে, দুঃখে, শোকে, হতাশায় বই আমাদের আগলে রাখে নিরাপত্তার চাদর দিয়ে। মর্মপীড়া, যাতনা, অবসাদগ্রস্ত জীবনকে সুখময় করতে পারে বই। জীবনকে সুন্দরভাবে সাজাতে, জীবনের লক্ষ্য অর্জনে, উন্নত জীবন গড়তে বইয়ের বিকল্প নেই। ডিজিটাল বা অনলাইনের নামে মুদ্রিত বই থেকে দূরে থাকার সুযোগ সীমিত। ডিজিটালাইজ্ড প্রক্রিয়া নৈতিক জীবনের কোনো উপকারে আসবে না। একমাত্র বই-ই মহৎ জীবনের সহায়ক হবে।

বইয়ের শক্তি অতুলনীয়, অফুরন্ত। কালিক-স্থানিকে তা সীমাবদ্ধ নয়। স্থান-কাল-পাত্রের ঊর্ধ্বে এর উপস্থিতি। ভার্চুয়াল মিডিয়া, টেলিভিশন, মোবাইলের পেছনে মানুষের যে সময় খরচ হচ্ছে, সেটা বই পড়ায় বিনিয়োগ করলে জীবন অনেক এগিয়ে যাবে। দেশও এগিয়ে যাবে। সুশৃঙ্খল, সংঘবদ্ধ, সংহত ও সমৃদ্ধ সমাজব্যবস্থা সৃষ্টি হবে। মনে রাখতে হবে, সময় জীবনের সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ। ৪-৫ ঘণ্টা দাঁড়িয়ে ক্রিকেট দেখা বা টি-স্টলে আড্ডা দেয়ার চেয়ে বইয়ের জগতে ডুবে থাকা অনেক শ্রেয়।

বিভিন্ন জাতি-মানস সম্পর্কে জানাজানি, রাষ্ট্রে রাষ্ট্রে বন্ধুত্ব, পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতি সৃষ্টিতে বই শ্রেষ্ঠ অবলম্বন। জ্ঞানের উৎস বই। জ্ঞান আহরণ করতে হলে বইয়ের দ্বারস্থ হতেই হবে। জ্ঞান, বিজ্ঞান, ধর্ম, দর্শন, প্রত্নতত্ত্ব, ভূতত্ত্ব, মহাকাশতত্ত্ব, ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি, সাহিত্য সম্পর্কে জানার আগ্রহ মানুষের সহজাত প্রবৃত্তি। সব ক্ষেত্রেই রয়েছে জ্ঞানের সমুদ্র। এই মহাসাগরে অবগাহন করতে বইয়ের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। তাই আসুন সবাই বেশি বেশি বই কিনি, বই পড়ি। বই পড়ে বা বই কিনে কেউ কখনও দেউলিয়া হয় না।

মাহমুদ ইউসুফ : প্রাবন্ধিক


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.