অনলাইন ডেস্ক :
ইভটিজিংয়ের অভিযোগে কক্সবাজার শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামন থেকে গ্যাংস্টার গ্রুপের সদস্যসহ ১৮ কিশোরকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার সরকারি মহিলা কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে কক্সবাজার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বাংলানিউজকে বলেন, সারাদেশে কিশোরদের গ্রুপভিত্তিক সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে অভিযান চলছে। কক্সবাজারেও অভিযান জোরদার করা হয়েছে। শনিবার শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় অভিযান চালিয়ে ১৮ কিশোরকে আটক করা হয়।
মানস বড়ুয়া বলেন, আটকদের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ রয়েছে। এছাড়া এদের বিরুদ্ধে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.