মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের কাঠাঁলপাড়া নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১১টায় বিদ্যালয় মিলনায়তনে ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া থানার এস আই মো.মোজাম্মেল হক। এছাড়াও কলাপাড়া থানার কনেস্টাবেল মো. মোতালেব, মো.নেয়ামত এবং মো.ইমরান সভায় উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আইউব আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক কমলেন্দু হাওলাদার ও সহকারী শিক্ষক মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক চিন্ময় সরকার।
পুলিশের এস আই মোজাম্মেল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ইভটিজিং , মাদক, সন্ত্রাস এবং বাল্যবিবাহ সমাজে মারাত্নক ব্যাধিতে পরিনত হয়েছে, তোমাদের এ বিষয়গুলো থেকে সর্বদা দূরে থাকতে হবে। তিনি আরও বলেন তোমাদের যেকোনো সমস্যা সমাধানে কলাপাড়া থানার পুলিশ তোমাদের পাশে থাকবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.