বাংলাদেশের পুলিশের ৫ জেলার দায়িত্বে নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে নতুন জেলায় দায়িত্ব দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গা জেলার এসপি মাহবুবুর রহমান চাঁদপুর জেলায়, ডিএমপির রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদারকে ঢাকা জেলার এসপি, গাইবান্ধার এসপি আবদুল মান্নান মিয়াকে নওগাঁ জেলায়, ডিএমপির ডিসি মুহাম্মদ তৌহিদুল ইসলামকে গাইবান্ধা জেলায় এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জাহিদুল ইসলামকে চুয়াডাঙ্গা জেলায় বদলি করা হয়েছে।
আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.