এইমাত্র পাওয়া

এবার পূজার ছুটি বাড়লো দুই দিন

নিজস্ব প্রতিবেদক :

দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও আশ্বিনী পূর্ণিমা উপলক্ষে প্রাথমিক শিক্ষকদের আরো দুই দিন ছুটি বেড়েছে।

রোববার জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ) এক বিজ্ঞপ্তিতে জানায়, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও আশ্বিনী পূর্ণিমা উপলক্ষে পিটিআই সমূহে ছুটির তালিকায় ৫-১৭ অক্টোবর তারিখ পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। অনিবার্য কারণ বশত: ৩-১৭ অক্টোবর পর্যন্ত নির্দেশক্রমে ছুটি প্রদান করা হলো।

নেপ’র উপপরিচালক (মূল্যায়ন) এ কে এম মনিরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ৩ অক্টোবরের ছুটি সুপারিনটেনডেন্ট এর হাতে সংরক্ষিত ছুটি হতে সমন্বয় করতে হবে।

এর আগে অষ্টমী থেকে দশমী পর্যন্ত ছুটি দেয়া হয় মোট ৩দিন। এবিষয়ে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রিয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত ভট্টাচার্য মনি বলেন, তার চাকরিকালের এটি প্রথম এমন ঘটনা। কর্তৃপক্ষের কাছে তিনি দুর্গাপূজার ছুটি ৩ দিনের পরিবর্তে ৭ দিন করার পুনর্নির্ধারণের দাবি জানান।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রিয় সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক স্বরুপ দাস বলেন বলেন, দুর্গাপূজা হিন্দুদের সবচাইতে বড় ধর্মীয় অনুষ্ঠান। এ অনুষ্ঠানে ৩ দিনের পরিবর্তে কমপক্ষে ৭ দিন ছুটি ঘোষণার দাবি জানান।

তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রত্যাশা আসন্ন দুর্গাপূজা হিন্দুদের সবচাইতে বড় ধর্মীয় অনুষ্ঠান। দুর্গাপূজাই একমাত্র সার্বজনীন অনুষ্ঠান যেখানে সকল ধর্ম-বর্ণের মানুষ ৫ দিনব্যাপী অনুষ্ঠান পালন করেন। হিন্দুরা ধর্মীয় দিক থেকে এদেশের দ্বিতীয় সংখ্যগরিষ্ঠ জাতি। সুতরাং এই বৃহৎ অনুষ্ঠানটিতে কমপক্ষে ৭ দিনের ছুটি ঘোষণা করা হোক।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.