এইমাত্র পাওয়া

ইসিবি এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মিরপুর পল্লবীর নাহার একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র সাব্বির প্রজাপতি বাসের চাপায় নিহতের প্রতিবাদে ইসিবি ক্যান্টিন এলাকায় সড়কে অবস্থান নিয়েছে একাডেমির শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান লিখে সড়ক অবরোধ করে।

ইসিবিতে কর্মরত ট্রাফিকের সার্জেন্ট অনিত্য কুমার বলেন, শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। যানবাহন চলতে দিচ্ছে না। আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.