শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ৬ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে। বুধবার একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এ বছর ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আগামী ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে। অনলাইনে আগামী ৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। এ ইউনিটে ৬১৩টি আসন, বি ইউনিটে ৯৯০টি ও ১০০টি সংরক্ষিত আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা এবং ভর্তি সম্পর্কে বিস্তারিত তথ্য admission.sust.edu এই ওয়েবসাইট থেকে জানা যাবে।
প্রসঙ্গত, আগামী ২৬ অক্টোবর সকাল সাড়ে ৯টায় এ ইউনিট এবং বিকাল আড়াইটায় বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ভর্তি পরীক্ষা বহু নির্বাচনি প্রশ্ন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
