বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আপত্তিকর অবস্থায় বহিরাগত এক প্রেমিক যুগলকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন থেকে তাদের আটক করা হয়।
বেরোবি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুহিব্বুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটককৃত প্রেমিক যুগলকে তাজহাট থানায় পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃত উভয়েই রংপুর আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এ বিষয়ে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকোনুজ্জামান জাগো নিউজকে বলেন, দু’জনকেই জিজ্ঞাসা করছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) মো. আতিউর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.