এইমাত্র পাওয়া

হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাশরাফি

হঠাৎ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

বুধবার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রী কার্যালয়ে যান মাশরাফি। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস বলেন, নড়াইল-২ আসনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন সংসদ সদস্য মাশরাফি।

তিনি আরও জানান, সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা নড়াইলের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসেছিলেন। নড়াইলের মানুষ হিসেবে পুরোটা সময় আমরা একসঙ্গে ছিলাম।

জানা গেছে, নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বিভিন্ন সময়ে পরামর্শ নিতে আসেন মাশরাফি বিন মর্তুজা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.