এইমাত্র পাওয়া

সেই মনি-মুক্তার আজ জন্মদিন

খায়রুন নাহার বহ্নি বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় এবারোও ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্যদিয়ে মনি -মুক্তার দশম জন্মবার্ষিকী পালিত। সকাল থেকেই উক্ত এলাকার আশেপাশের প্রতিবেশি সহ দূর দুরান্ত থেকে বহুল আলোচিত মনি মুক্তার জন্মদিন পালনে অংশগ্রহণ করেন। অস্ত্রপচারের মাধ্যমে আলাদা হওয়া জমজ দুই বোন মনি ও মুক্তা।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া গ্রামের কৃষ্ণা রানী ২০০৯ সালের ২২ আগস্ট পাবর্তীপুর ল্যাম্প হাসপাতালে পেটে জোড়া লাগা জমজ দুই কন্যা সন্তানের জন্ম দেন। জন্মের পর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নাম রাখেন মনি ও মুক্তা। জন্মের ছয় মাস পর ২০১০ সালের ২২ ফেব্রæয়ারী ডাক্তার এম.আর খান সফল অস্ত্রপচারের মাধ্যমে মনি-মুক্তাকে আলাদা করেন। আজ বৃহস্পতিবার সেই জমজ বোনের দশম জন্মদিন। মনি-মুক্তা এবার তাদের জন্মদিন পালন করেন নিজ বাড়িতে। বর্তমানে দুই বোন মনি -মুক্তা ঝাড়বাড়ি পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ালেখা করছেন তারা। মনি ও মুক্তা দেশবাসির কাছে দোয়া ও ভালবাসা চেয়েছেন যেন তার দেশের সেবা করতে পারেণ ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.