এইমাত্র পাওয়া

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা:বিজ্ঞান

ড. মো. মনসুর আলী, প্রভাষক জাহাঙ্গীর নগর বিশ্ববিধ্যালয় স্কুল এন্ড কলেজ।।

১) কোঁচো কোনপর্বের প্রাণী

ক)অ্যানেলিডা খ) পরিফেরা

গ)আর্থোপোডা ঘ)নিডারিয়া

২) Homo sapiensকার বৈজ্ঞানিক নাম

ক) মানুষ খ) ফুল গ)ফল ঘ) বাঘ

৩) অ্যামাইটোসিসকার দেহে ঘটে না

ক) ব্যাকটেরিয়া খ) ইস্ট

গ)অ্যামিবা ঘ) জননকোষ

৪) একটি জনন মাতৃকোষ (2n ) থেকে কয়টি অপত্যকোষ (n ) সৃষ্টি হয়

ক) ১টি খ) ২ টি গ)৩টি ঘ)৪ টি

৫) কলয়েডধর্মী পদার্থ নয় কোনটি

ক) চিনি খ) স্টাচ

গ) সেলুলোজ ঘ) জিলেটিন

৬) কোনপ্রক্রিয়ার ফলে প্রচুর পানি গাছ থেকে উত্পত্তি হয়

ক) অভিশ্রবন খ) প্রস্বেদন

গ) ব্যাপন ঘ) ইমবাইবিশন

৭) ফুলের কোন অংশ পরাগায়ন নিশ্চিত করে

ক) বৃতি খ) পুংস্তবক

গ) দল ঘ) স্ত্রীস্তবক

৮) কোনটিতে পর-পরাগায়ন ঘটে

ক) সরিষা খ) কুমড়া

গ) ধুঁতরা ঘ) পেঁপে

৯) যৌগিক ফলের উদাহরণ

ক) কাঁঠাল খ) আতা

গ) চম্পা ঘ) নয়নতারা

১০) ফল পাকাতে সাহায্য করে

ক) বেনজিন খ) ইথিলিন

গ) মিথেন ঘ) ইথেন

১১) মস্তিষ্কের নিচের অংশ হলো

ক) গুরু মস্তিষ্ক খ) লঘুমস্তিষ্ক

গ) মেডুলা ঘ) মধ্য মস্তিষ্ক

১২) অজীব উপাদান নয় কোনটি?

ক) মাটি খ) আলো

গ) পানি ঘ) শব্দ

১৩) দ্বিতীয় স্তরের খাদক কোনটি

ক) মানুষ খ) গরু

গ) ছাগল ঘ) বক

১৪) কোন উদ্ভিদের মূল উপরের দিকে থাকে

ক) সুন্দরী খ) গরান

গ) গেওয়া ঘ) সবগুলি

১৫) জিননামে অভিহিত করা হয়

ক) DNA খ) )RNA

গ) TMV ঘ) CAN

১৬) ক্লোরিনের ৩য় কক্ষ পথে কয়টি ইলেক্ট্রন

ক) ২ টি খ) ৮ টি

গ)৭টি ঘ)১ টি

১৭) ( ২,৮,৮) ইলেক্ট্রন বিন্যাসটি হলো কোনপদার্থ

ক) কঠিন খ) তরল

গ) গ্যাসীয় ঘ) প্লাজমা

১৮) কোথায় ওজন সবচেয়ে বেশী হবে

ক) ভূ-পৃষ্ঠে খ) মেরুতে

গ) ক্রান্তীয় অঞ্চলে ঘ) ভূকেন্দ্রে

১৯) 40 কেজি ভরের বস্তুর চাঁদে ভর কত

ক) 6.52 খ) 2.95

গ)3.98 ঘ) 40

২০) HCO3 এর যোজনী কত

ক) ১ খ) ২ গ)৩ ঘ)৪

২১) বেকিং সোডা কি ধর্মী

ক) ক্ষার খ) অম্ল

গ) লবণ ঘ) সবগুলি

২২) স্ন্ন্যাক লাইমের সংকেত

ক) CaO খ)Ca(OH)2

গ) CaCO3 ঘ) CaCl2

২৩) যুক্তরাষ্ট্রে এসি কম্পাংক কত

ক) ৪০ খ) ২০ গ)৬০ ঘ)৫০

২৪)কোন তারের রোধ110 ওহম এবং ভোল্টেজ 220 ভোল্ট, এর ভেতর দিয়েকি পরিমাণ তড়িত্ প্রবাহিত হবে

ক) 1A খ) 2A গ)3A ঘ)4A

২৫) ম্যালিক এসিড থাকে

ক) লেবু খ)তেতুল গ)টমেটো ঘ)আপেল

২৬) কোনটিক্ষার নয়

ক) CaO খ)Ca(OH)2

গ) KOH ঘ) Al(OH)3

২৭) হীরকের সংকট কোণ 240, কোন কোণের জন্য হীরকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলণ ঘটবে

ক) 100 খ) 200 গ) 300 ঘ) 140

২৮) শনির উপগ্রহ কয়টি

ক) ১০ টি খ) ২৭ টি

গ) ৬৭ টি ঘ) ৬২ টি

২৯) কৃত্রিম উপগ্রহকে ২৫০কিমি উপরে উঠিয়ে কত বেগ দিলে এটি পৃথিবীর চারিদিকে ঘুরবে

ক) ১০ মি/সে. খ) ২০ মি/সে.

গ)৮মি/সে. ঘ) ১৪ মি/সে.

৩০) এ্যামিটারের ক্ষেত্রে,

i) তড়িত্ প্রবাহ মাপা যায়

ii) এটি বর্তনীর সাথে শ্রেণীতে সংযুক্ত থাকে

iii) এটিরধনাত্মক প্রান্ত কাল রং এরহয়

কোনটি সঠিক নয়

ক) i খ) ii গ) iii ঘ) iii,i

১ক.২ক.৩ঘ.৪ঘ.৫ক.৬খ.৭গ.৮ঘ.৯ক.১০খ

১১গ.১২ঘ.১৩ক.১৪ঘ.১৫ক.১৬গ.১৭গ.১৮ ক১৯ঘ.২০ক.২১ক.২২খ.২৩গ.২৪খ.২৫ ঘ.২৬ঘ.২৭ গ.২৮ঘ.২৯ গ.৩০গ


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.