করোনা কালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এসাইনমেন্ট এর মাধ্যমে পরবর্তী শ্রেণিতে প্রমোশন সেই বিষয়ে শিক্ষাবার্তার সাথে সাক্ষাৎকার দিয়েছেন জনাব মোঃ আবু জাফর শেখ, প্রধান শিক্ষক, আনছার উদ্দিন উচ্চ বিদ্যালয়, ফরিদপুর। আর সাক্ষাৎকার টি গ্রহন করেছেন শিক্ষাবার্তা ডট কম পত্রিকার সাব এডিটর মুহাম্মদ জয়নুল আবেদিন।
শিক্ষাবার্তা : এসাইনমেন্ট শিক্ষার্থীদের কতটুকু উপকার করবে বলে আপনি মনে করেন?
আবু জাফর শেখ : ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস এর জন্য এসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা অনেকটাপুষিয়ে নিতে পারবে বলে আমি মনে করি।
শিক্ষাবার্তা : এসাইনমেন্ট লিখতে শিক্ষার্থীদের ভীতির সৃষ্টি হয়েছে বলে আপনি মনে করেন কি?
আবু জাফর শেখ:ছোট শিক্ষার্থীদের কাছে শব্দটি নতুন তাই প্রথমে ভীতি সৃষ্টি হলে ও প্রথম সপ্তাহের এসাইনমেন্ট জমা দেওয়ার পর তা কেটে গেছে বলে আমি মনে করি।
শিক্ষাবার্তা: কার সহযোগিতা ছাড়া শুধু পাঠ্যবই এর সহযোগিতা নিয়ে শিক্ষার্থীদের এসাইনমেন্ট লেখা সম্ভব কিনা?
আবু জাফর শেখ:এটা একটি নির্ধারিত কাজ যা শিক্ষার্থীরা পাঠ্যবই এর সহযোগিতায় করতে পারবে বলে আমি মনে করি।
শিক্ষাবার্তা: অভিভাবকরা এসাইনমেন্ট গ্রহন ও জমা দিতে উৎসাহিত কিনা?
আবু জাফর শেখ: অভিভাবকবৃন্দ প্রথমে অনুতসাহিত হলে ও এখন তারা উৎসাহিত এবং ব্যাপকভাবে সাড়া পড়েছে বলে আমি মনে করি।
শিক্ষাবার্তা: পরীক্ষা না এসাইনমেন্ট কোনটি শিক্ষাথীদের জন্য ভাল বলে আপনি মনে করেন?
আবু জাফর শেখ: কভিড-১৯ পরিস্থিতিতে পরীক্ষা নেয়া সম্ভব নয় বলে এসাইনমেন্ট ভাল বলে আমি মনে করি।
শিক্ষাবার্তা: পরবর্তী ক্লাসের জন্য এসাইনমেন্ট কতটুকু উপকার করবে বলে আপনি মনে করেন?
আবু জাফর শেখ: শিক্ষার্থীরা নির্ধারিত কাজের মাধ্যমে তাদের অর্জিত শিক্ষণফল দিতে পরবর্তী ক্লাসের শিক্ষণফল বুঝতে সহজ হবে বলে আমি মনে করি।
শিক্ষাবার্তা: ৬ সপ্তাহে ১৮ টি এসাইনমেন্ট এর যৌক্তিকতা কি?
আবু জাফর শেখ: করোনাভাইরাস মহামারির ভয়াবহতা শিক্ষার্থীদের অনেক ক্ষতি করেছে। সেই ক্ষতি কিছুটা পুষিয়ে দিতে পুর্নবিন্যাসকৃত পাঠ্যসূচির মাধ্যমে ৩০ কার্যদিবস এবং ১৮ টি এসাইনমেন্ট কার্যক্রমকে আমি স্বাগতম জানাই। আমি মনে করি পরবর্তী ক্লাসের জন্য শিক্ষক ভাল ধারনা পাবেন এই এসাইনমেন্ট এর মাধ্যমে।
শিক্ষাবার্তা: শিক্ষাবার্তা ডট কম পত্রিকায় সময় দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আবু জাফর শেখ: আপনাকে ও শিক্ষাবার্তা ডট কম পত্রিকাকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ দেয়ার জন্য
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.