নিজস্ব প্রতিবেদক :
নবসৃষ্ট নিম্ন মাধ্যমিকের আইসিটি, ব্যবসায় শিক্ষা ও মাধ্যমিক-নিম্ন মাধ্যমিকের ভৌতবিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ ও এমপিওভুক্তিতে কার্যক্রম গ্রহণের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এছাড়া অন্যান্য মাধ্যমিক ও নিম্নমাধ্যমিকে নবসৃষ্ট অন্যান্য কোন পদে কবে শিক্ষকরা এমপিওভুক্ত হতে পাববেন সে সংক্রান্ত নির্দেশনাও দেয়া হয়েছে। রোববার (৪ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
জানা গেছে, গত বছরের ১২ জুন বেসরকারি স্কুল-কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামো জারি করা হয়।
সে প্রেক্ষিতে গত ৩০ মে এ নীতিমালার বৃদ্ধিপ্রাপ্ত ১৬টি পদে নিয়োগের পৃথক আদেশ জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সে প্রেক্ষিতে আজ রোববার এমপিওভুক্ত বেসরকারি স্কুলে প্যাটার্নভুক্ত বৃদ্ধিপ্রাপ্ত ৯টি পদে নিয়োগ ও এমপিওভুক্তির নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর। ২০১৮ খ্রিষ্টাব্দে জারি করা এমপিও নীতিমালা মেনে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নিয়োগের বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে স্কুলগুলোকে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.