চাঁদ দেখা গেছে, ১২ আগস্ট ঈদ

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (০২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ইসলামি ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ১১ আগস্ট পবিত্র ঈদ-উল-আজহা পালিত হবে। কুয়েতের আবহাওয়া অধিদফতরের তথ্য মতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা এ খবর জানিয়েছে। এদিকে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় হজ অনুষ্ঠিত হবে আগামী ১০ আগস্ট। বৃহস্পতিবার সৌদি সুপ্রিম কোর্ট এ ঘোষণা দেয়।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশে ঈদ ও কোরবানি উৎসব পালন করা হয়ে থাকে।

কুয়েতের আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২ আগস্ট (শুক্রবার) দেশটিতে জিলহজ মাসের প্রথম দিন। সে হিসাবে ১১ আগস্ট রোববার কুয়েতে পবিত্র ঈদ-উল-আজহা পালিত হবে।

আবহাওয়াবিদ আদেল আল সাদোন দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনাকে বলেছেন, আগামী ১১ আগস্ট দেশে পবিত্র ঈদ-উল-আজহা তথা কুরবানির ঈদ পালিত হবে। সৌদি আরবেও একই দিন পবিত্র ঈদ-উল-আজহা পালন করা হতে পারে


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading