এইমাত্র পাওয়া

পাটগ্রামে ইভটিজিংয়ের দায়ে যুবকের ৬মাসের কারাদন্ড

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় কলেজের ছাত্রীকে ইভটিজিং/ উত্যক্ত করার অপরাধে পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জ গ্রামের ৬নং ওয়ার্ডের জয়নাল আবেদীনের ছেলে রিপন আলমকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সুত্রে জানাযায় পাটগ্রাম টি.এন স্কুল অ্যান্ড কলেজ যাওয়ার পথে এক ছাত্রীকে শহরের চৌরঙ্গী মোড়ে প্রায়ই উত্যক্ত করত রিপন আলম। পরে শিক্ষার্থীর দেওয়া অভিযোগ মোতাবেক অভিযান চালিয়ে রিপনকে আটক করে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (০১ আগস্ট) চৌরঙ্গী মোড়ে গঠিত ভ্রাম্যমান আদালতের বিচারক পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল করিম ছাত্রীকে ইভটিজিং/ উত্যক্ত করার অপরাধে রিপনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক আব্দুল করিম, ঘটনার সত্যতা  নিশ্চিত করেন।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.