জাহাঙ্গীর বাবু
মা
তোমাকে বাঁচতে দিলাম না!
সন্তান তোমার
তোমার ভাগ্যে অপবাদ
তুমি ছেলে ধরা!
পিটিয়ে তোমায় মারলো যারা
তারা কি মানুষ ছিল!
নাকি তুমি ছিলে মানুষ!
এ দেশ আমার মাতৃভুমি
এ যে আমার দেশ
তবু আমি ভাবি
এটা কি মানুষের দেশ?
কোন বর্বর যুগে আছি মা!
ওপারে ভালো থাকবে
ওখানে মানুষ নেই আমার বিশ্বাস
আত্মাদের সাথে ভালো থেকো।
পৃথিবীতে মানুষের অবয়বে
প্রেতাত্বার বাস!
আমি,আমার সন্তানদের চোখে
চোখ রাখতে পারিনা!
কি অস্থির,অনিশ্চয়তা!
কি বিভৎসতা চারিপাশে!
ক্ষমা চাইবোনা তোমার কাছে;
অভিশাপ দাও,অভিশাপ দাও।
অভিশাপ দাও,অভিশাপ দাও
আর যেন কেউ পিতা না হয়
আর যেন কেউ মা না হয়
অন্ধকার, ঘোর অমানিশা এখন!
নপুংশক হয়ে যাক পিতারা
মায়ের না থাক মা হবার স্বপ্ন
এই অনিরাপদ জনপদে
কারো মা- বাবা হবার অধিকার নেই।
এভাবে মিথ্যা অভিযোগে
কোন মা বাবার যেন নির্মম হত্যা
আর না হয়,মৃত্যু না হয়।
আর কোন সন্তান যেন
এভাবে অসভ্য পৃথিবীতে
এতিম না হয়!
তাই মা তোমাকে বলছি
তোমায় যারা মেরেছে
ওদের অভিশাপ দাও
সাথে এই পৃথিবীর অথুর্ব
অক্ষম মানুষ হিসাবে
আমাকেও অভিশাপ দাও।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.