এইমাত্র পাওয়া

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ৩ দাবি

ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ ও সুযোগ-সুবিধা পাওয়াসহ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা সরকারের কাছে তিনটি দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন গড়ে তুলবেন বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয় শিক্ষক ঐক্য ফোরাম আয়োজিত ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষা সংকট: বৈষম্য নিরসন ও জাতি গঠনের উত্তরনের পথ’ শীর্ষক সেমিনারে সংগঠনটি এসব দাবি জানায়।

মো. রাকিবুল ইসলাম ও মাওলানা জহুরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ ড. শাহজাহান আল মাদানী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. শহিদুল হক, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক নেসার উদ্দীন আয়ূব, ইকামতে দ্বীন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু ইউসুফ মৃধা।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের দাবিগুলো হলো—আগামীকালের মধ্যে ১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার এমপিও ফাইলে প্রধান উপদেষ্টার স্বাক্ষর না হলে দুপুরের পর প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন, দ্রুততম সময়ের মধ্যে অনুদান বিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার এমপিওর জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো সব সুযোগ সুবিধা ইবতেদায়ি মাদ্রাসাকে দিতে হবে।

সেমিনারে বক্তারা বলেন, ইবতেদায়ি মাদ্রাসাগুলো গত ৪০ বছর ধরে ধুঁকে ধুঁকে চলছে। বিভিন্ন সময় সরকার আশ্বাস দিলেও ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করা হয়নি। অথচ গত সরকার ৬৬ হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেছে। এই বৈষম্য দূর করার দারি জানান তারা।

আয়োজিত সেমিনারের জাতীয় সেমিনার বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. শাহজাহান হোসাইন সাজু বলেন, ৬৬ হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারি হলেও ইবতেদায়ি মাদ্রাসাগুলোর প্রতি সরকারের নজর নেই। একটি মাদ্রাসারও সরকারিকরণ হয়নি। এসব মাদ্রাসার শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছেন।

শাহজাহান হোসাইন সাজু বলেন, ৪১ বছর যাবৎ অবহেলিত জাতি আমরা। যুগের পর যুগ শ্রম দিয়ে আসছি কিন্তু কোনো মূল্যায়ন পাচ্ছি না। আমাদের অনেক শিক্ষক অবসরে গেছেন, কিন্তু পরিবারকে কিছু দিয়ে যেতে পারে না। ৬৫ হাজার প্রাইমারি স্কুল জাতীয়করণ হয়েছে অথচ আমাদের একটি মাদ্রাসা জাতীয়করণ হলো না। আমাদের দাবি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, এটা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব।

শিক্ষক ঐক্য পরিষদের নেতা নূরুল ইসলাম বলেন, দালালদের কারণে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ হবে না। আগে আমাদের দালাল নির্মূল করতে হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক জহিরুল ইসলাম বলেন, দুঃখী শিক্ষকদের দিকে একবার তাকিয়ে মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করুন।

শিক্ষক এসকেন্দার আলী বলেন, ১৯৮৫ ও ১৯৮৬ সালে ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে দাখিল, আলিম ও এসএসসির মতো মান দেওয়ার ঘোষণা দেওয়া হয়। কিন্ত তা বাস্তবায়ন করা হয়নি। ওই ঘোষণা বাস্তবায়নের দাবি জানাই।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/১০/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading