এইমাত্র পাওয়া

চট্টগ্রামের বাঁশখালীতে অবসরপ্রাপ্ত ৪ শিক্ষককে রাজকীয় বিদায়

চট্টগ্রামঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মচারীকে রাজকীয় আবহে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন ছাত্রছাত্রী ও বিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ের মাঠে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের বিদায় উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

এ সময় বিদ্যালয়ের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের চেক বিতরণ ও প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা হলেন- সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খোকন চক্রবর্তী, সিনিয়র শিক্ষক সায়ফুর রহমান, সিনিয়র শিক্ষক বেলাল হোসাইন, শিক্ষক সুনীল ধর, অফিস সহকারী পরিতোষ দাশ, দপ্তরি বাবুল কান্তি দাশ ও মো. মাহফুজ।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী শিক্ষকগণ, এলাকাবাসী ও শিক্ষার্থীদের অবিভাবকগণ বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে অবসরপ্রাপ্ত ৪ শিক্ষক ও ৩ কর্মচারীকে শ্রদ্ধা জানান।

ব্রাহ্মণপাড়ায় পাঁচ কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনাব্রাহ্মণপাড়ায় পাঁচ কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা
অনুষ্ঠানে তাদের সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। শিক্ষকদের সম্মানে ভোজসভা হয়। পরে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষকবৃন্দ ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি তাদের ফুলে সজ্জিত প্রাইভেটকারে করে বাড়ি পৌঁছে দেন।

এ সময় অতিথি শিক্ষকগণ আবেগাপ্লুত হয়ে পড়েন এবং অতীতের অক্লান্ত পরিশ্রমের স্মৃতিচারণ করেন। তারা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও সহকর্মীদের এমন সাদর বিদায় সংবর্ধনায় মুগ্ধ হয়ে ভবিষ্যতে বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে তাদের অংশগ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক এহছানুল হকের সঞ্চালনায় ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি চৌধুরী মিয়া মুহাম্মদ আশেক ও এলাহী সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ শহীদুল হক চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশরাফ খান, শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসাইন, ডাক্তার মুহাম্মদ মহিব্বুল্লাহ, অধ্যাপক সাগর মল্লিক। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হেড মাওলানা মাওলানা মুফিজুর রহমান।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/১০/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading