এইমাত্র পাওয়া

যে সকল শর্ত পূরণ হলে হবে ইবতেদায়ী মাদ্রাসার এমপিওভুক্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এমপিভুক্ত করার জন্য  ৮ থেকে ১৫ জুলাই পর্যন্ত আবেদন নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.tmed.gov.bd) অথবা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dme.gov.bd) অথবা বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর ওয়েবসাইট (www.banbeis.gov.bd)-এ Online Ebtedie MPO Application শিরোনামে প্রদর্শিত লিংক এর মাধ্যমে আবেদন করা যাবে।

অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাসমূহের এমপিওভুক্তির আবেদন সরাসরি, ইমেইল বা পত্রের মাধ্যমে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ অথবা এর অধীনস্থ কোন দপ্তরে গ্রহণ করা হবে না। অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাসমূহ এমপিওভুক্তকরণের সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে।

এ পদ্ধতিতে ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা, ২০২৫’ অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তালিকা প্রস্তুত করা হবে।

 ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা, ২০২৫’  প্রতিষ্ঠান এমপিওভুক্তির শর্তাবলি:

ক) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রতিষ্ঠানের হালনাগাদ স্বীকৃতি থাকতে হবে;
খ) এ নীতিমালার পরিশিষ্ট-ক, খ ও গ প্রদত্ত শর্তাদি পূরণ করতে হবে;
গ) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জনবল কাঠামো অনুযায়ী শিক্ষক-কর্মচারী নিয়োজিত থাকতে হবে;
ঘ) অনুমোদিত ম্যানেজিং কমিটি থাকতে হবে;
ঙ) ট্রাস্ট/সংস্থা পরিচালিত কোনো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে এমপিওভুক্তির জন্য ট্রাস্ট/সংস্থার অনুমোদন সাপেক্ষে প্রতিষ্ঠান
প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতির যৌথ স্বাক্ষরে আবেদন দাখিল করতে হবে;
চ)এমপিওভুক্তির ক্ষেত্রে অনুদানভুক্ত ইবতেদায়ি মাদ্রাসাসমূকে অগ্রাধিকার প্রদান করা হবে;
ছ) এমপিওভুক্তির শর্তপূরণ কোন প্রতিষ্ঠানের এমপিওভুক্তির নিশ্চয়তা প্রদান করে না। সরকারের আর্থিক সামর্থ্য অনুযায়ী প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে।

এ নীতিমালার পরিশিষ্ট-ক-স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা স্থাপনের ন্যূনতম চাহিদা/শর্ত, এবং পরিশিষ্ট-খ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় পাঠদানের অনুমতির ন্যূনতম চাহিদা/শর্তঃ

এ নীতিমালার পরিশিষ্ট-গ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা স্বীকৃতির ন্যূনতম চাহিদা/শর্তঃ

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading