ঢাকাঃ ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৩ এ ‘তরুণ সাহিত্যিক পুরস্কার’ বিজয়ী হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে ফারহানা। তার লেখা ‘টক টু মি’ গল্পগ্রন্থের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।
শুক্রবার (৪ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়। এসময় উম্মে ফারহানাকে তরুণ সাহিত্যিক পুরস্কারের ক্রেস্ট, সম্মাননাপত্র এবং এক লাখ টাকার চেক তুলে দেয়া হয়।
পুরস্কার পেয়ে উম্মে ফারহানা বলেন, সাহিত্যিক বা লেখক হিসেবে এটি আমার জেতা প্রথম পুরস্কার। অনেক আগে থেকেই আমি লেখালেখি করি, তবে সেগুলোকে সংকলিত করা হতো না। পরবর্তীতে সেই গল্পগুলো দিয়েই আমার বই লেখা শুরু। এই অনুভূতি খুবই দারুণ। ভবিষ্যতেও লেখালেখির সাথে থাকতে চাই।
এবারের আসরে আজীবন সম্মাননা পেয়েছেন খ্যাতনামা লেখক, ঔপন্যাসিক, গল্পকার ও প্রাবন্ধিক হাসনাত আবদুল হাই। প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ (মননশীল) শাখায় ‘প্লেটো প্রবেশিকা’ গ্রন্থের জন্য অনুবাদক আমিনুল ইসলাম ভূঁইয়া এবং কবিতা ও কথাসাহিত্য শাখায় (সৃজনশীল) ‘আমাদের পরাবাস্তব টাউনের দিনরাত্রি’ গ্রন্থের জন্য ধ্রুব এষ পুরস্কার জিতেছেন। ‘আজীবন সম্মাননা’ হিসেবে পাঁচ লাখ টাকা, ‘প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ’ এবং ‘কবিতা ও কথাসাহিত্য’—এ দুই শ্রেণীতে বিজয়ী প্রত্যেককে পুরস্কার হিসেবে দুই লাখ টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। অতিথি ছিলেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সমকালের কর্ণধার এ কে আজাদ, ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন, ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৩’-এর জুরি বোর্ডের সদস্য গবেষক ও প্রাবন্ধিক ফয়জুল লতিফ চৌধুরী, প্রাবন্ধিক ও অনুবাদক খালিকুজ্জামান ইলিয়াস এবং সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.