নিজস্ব প্রতিবেদক।।
ঢাকা ইউনিভার্সিটি এলামনাই অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়া (ডুয়াম) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পাওয়া ৪০ শিক্ষার্থীর মধ্যে ভর্তি বৃত্তি প্রদান করেছে।
শুক্রবার (৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের এমবিএ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই বৃত্তি প্রদান করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী, ম্যারিনো ফ্যাশন ট্রেড লিমিটেডের চেয়ারম্যান মো. আবদুল কাহহার এবং ফ্যামিলি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আ. আহাদ।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সৈয়দ আহমেদ সরকার, বিএসইউএমের প্রাক্তন সভাপতি জনাব ফয়জুল হক ও রবিউল ইসলাম, বিডি ফ্লাইয়ের চেয়ারম্যান শামসুজ্জামান নাঈম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের শিক্ষাজীবনে সফলতা কামনা করেন। পাশাপাশি তারা শিক্ষার্থীদের মূল পাঠ্যক্রমের পাশাপাশি সহ-পাঠ্যক্রমিক কর্মকাণ্ড ও অভিজ্ঞতাভিত্তিক শিক্ষায় যুক্ত হতে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন ডুয়াম (বাংলাদেশ) শাখার সেক্রেটারি মো. শামছুল হক এবং সভাপতিত্ব করেন ডুয়ামের সভাপতি সুরাইয়া নাহার।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী ডুয়ামের এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা যদি এগিয়ে আসে, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বহুদূর এগিয়ে যাবে।
তিনি নিজ অবস্থান থেকে ডুয়ামের যেকোনো কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
ডুয়ামের সভাপতি সুরাইয়া নাহার শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জানান, স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ডুয়াম প্রতি বছর দেশব্যাপী ভর্তি সহায়তাসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এমন কাজ পরিচালনা করবে।
শিক্ষাবার্তা /এ/০৫/০৭/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.