মাদারীপুরঃ মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২ জুলাই) দুপুরে দুদকের মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার উত্তরপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাচাই করেন দুদকের টিম।
দুদক অফিসের তথ্য মতে, সম্প্রতি কালকিনি উপজেলার উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে মো. রোকুনুজ্জামান ও মো. শিপন খানের আবেদনের প্রেক্ষিতে নিয়োগ পরীক্ষা দেন। সেখানে একই নম্বর পেয়ে মো. রোকুনুজ্জামানকে নিয়োগ দেয়া হয়। কিন্তু কিছু দিন পরে রোকুনুজ্জামানকে বাদ দিয়ে অনৈতিক সুযোগের মাধ্যমে মো. শিপন খানকে নিয়োগ দেয়া হয়। এতে আর্থিক লেনদেনের মাধ্যমে শিপন খানকে নিয়োগ দেয়া হয় বলে দুদক কার্যালয়ে অভিযোগ দেয়ার কারণে বিদ্যালয়ে অভিযান চালানো হয়।
অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুদকের পাঁচ সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করেন।
দুদক মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, অভিযানে দুই শিক্ষকের উত্তরপত্র চাওয়া হয়। কিন্তু রোকুনুজ্জামানের উত্তরপত্র দিতে পারলেও শিপন খানেরটা দিতে পারেনি। তাই এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে দুদকের প্রধান কার্যালয়ে অভিযোগ দেয়া হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.