এইমাত্র পাওয়া

শিক্ষা প্রতিষ্ঠানের অনুদানের অর্থ ব্যয়ে মাউশির নির্দেশেনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের আওতায় ৫২০টি স্কুল, কলেজ ও মাদরাসার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া ৫ লাখ টাকা করে অনুদানের টাকা ব্যয়ের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ। অনুদানের টাকা ব্যয়ের বিল-ভাউচার ২৮ আগস্টের মধ্যে স্কিম পরিচালকের কার্যালয়ে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে ৬টি শর্ত অনুসরণ করতে বলা হয়েছে।

সোমবার (৩০ জুন) পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই)এর  স্কিম পরিচালক  প্রফেসর মো: তোফাজ্জেল হোসেন স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানা গেছে। 

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাভুক্ত এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম”-এর আওতায় ২০২৪-২৫ অর্থবছরে “স্কুল/মাদ্রাসা/কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান (SMAG/MMAG/GBAG)” হিসেবে ৫২০ টি প্রতিষ্ঠানে ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা করে অনুদানের অর্থ ইতোমধ্যে প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্টে প্রেরণ করা হয়েছে। উক্ত অনুদানের অর্থ সংশোধিত স্কিম অপারেশন ম্যানুয়ালের ৭.১.৬ (অনুদান তহবিলের ব্যবহার বাস্তবায়ন ও মনিটরিং)-এ বর্ণিত ছক-২.৬ এর “বাস্তবায়ন কমিটি”-এর মাধ্যমে প্রকৃত চাহিদা অনুযায়ী ব্যয় করার নির্দেশনা প্রদান করা হলো। একইসাথে ছক-২.৭-এর “মনিটরিং কমিটি” উক্ত ব্যয় কার্যক্রম মনিটরিং করবেন। ব্যয় পরবর্তী বিল ভাউচার আগামী ২৮.০৮.২০২৫ খ্রি. তারিখের মধ্যে স্কিম দপ্তরে (রুম নং-৭০৮, শিক্ষা ভবন, ২য় ব্লক, ১৬ আব্দুল গণি রোড, ঢাকা) প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

অনুদানের অর্থ ব্যয় ও বিল ভাউচার তৈরির ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্ত অনুসরণ করতে হবে-

১) প্রেরণকৃত অনুদানের অর্থ থেকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা সংশোধিত অপারেশন ম্যানুয়ালে উল্লিখিত কমিটির মাধ্যমে সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন ২০ জন শিক্ষার্থীকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা করে ব্যাংক চেক প্রদান এবং অবশিষ্ট ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা ব্যয়ের জন্য SMC/MMC/GB -এর সভায় প্রতিষ্ঠানের প্রকৃত চাহিদা চিহ্নিত করে কোন খাতে কত টাকা ব্যয় করা হবে তা অনুমোদনপূর্বক রেজুলেশনভুক্ত করতে হবে।

২) সকল ক্রয়ের ক্ষেত্রে সরকারি ‘ক্রয় আইন ও ‘সরকারি ক্রয় বিধি’, স্কিম অপারেশন ম্যানুয়ালের নির্দেশনা, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি সংক্রান্ত নীতিমালা -২০২৩’ ও অন্যান্য আর্থিক বিধি বিধান যথাযথ অনুসরণ করতে হবে।

৩) অর্থ ব্যয়ের ক্ষেত্রে ২০২৪-২৫ অর্থবছরের জন্য নির্ধারিত হারে ভ্যাট ও আইটি কর্তনপূর্বক সরকারি কোষাগারে জমা দিতে হবে।

৪) সকল ক্রয়ের স্টক রেজিস্ট্রার ও ক্যাশবই সংরক্ষণ করতে হবে।

৫) শিক্ষার্থীদের জন্য প্রদত্ত অর্থ অন্য খাতে ব্যয় করা যাবে না।

৬) অর্থ ব্যয়ের পর পূর্ণাঙ্গ খরচের বিল-ভাউচারের সাথে টপশিট তৈরি করে “বাস্তবায়ন কমিটি” ও “মনিটরিং কমিটি”-এর সভাপতির স্বাক্ষরসহ প্রতিষ্ঠানে সংরক্ষণ এবং এক কপি সত্যায়িত অনুলিপি স্কিম কার্যালয়ে প্রেরণ করতে হবে।
সংযুক্তি: ১।

অনুদানপ্রাপ্ত ৫২০ টি প্রতিষ্ঠানের তালিকা দেখতে এখানে ক্লিক 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading