এইমাত্র পাওয়া

প্রতিবন্ধী ব্যক্তিদের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশীদারিত্বে সুযোগ দেওয়া প্রয়োজন: সাইদুর রহমান খান

ঢাকাঃ শুধু নারীর নয়, প্রতিবন্ধী ব্যক্তিদেরও ক্ষমতায়নের কাজ করা প্রয়োজন। আর রাষ্ট্রীয় কর্মকাণ্ডে প্রতিবন্ধী ব্যক্তিদেরও অংশীদারিত্বে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান। বৃহস্পতিবার (২৬ জুন) সু্ইড বাংলাদেশ মিলনায়তনে ‘শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক বৈশ্বিক রিসোর্স হাব’এর উদ্বোধন এবং বাড়িভিত্তিক শিক্ষা কার্যক্রম মডেল উপস্থাপন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা প্রান্তে অবস্থান করবে না। তারা অবস্থান করবে কেন্দ্রে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্থায়ী বন্দোবস্ত করতে হবে। এটা তাদের ন্যায্য অধিকার। শুধু সমাজসেবা অফিস না, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা একটি অধিদপ্তরও দরকার। এ সময় শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার কার্যক্রম হাতে নেওয়ার আশ্বাসও দেন তিনি।

অনুষ্ঠানের আরেক অথিতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অতিরিক্ত চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবির চৌধুরী বলেন, আমাদের রাষ্ট্রীয় দর্শনের অন্যতম দর্শন হচ্ছে অন্তর্ভুক্তিতা। আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই এবং সবাইকে নিয়ে এগিয়ে না গেলে রাষ্ট্রের উন্নয়ন সেই অর্থে হয় না। এছাড়া দক্ষ, প্রশিক্ষিত শিক্ষক তৈরি ও তাদের মানসিক উন্নয়নের বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক হতে হবে যারা তাদের পেশাকে কেবল পেশা নয়, লক্ষ্য হিসেবে দেখবে। প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারায় এনে কীভাবে তাদের আলোকিত করা যায় সে বিষয়ে আলোকপাত করার পরামর্শ দেন তিনি।

সিডিডি’র নির্বাহী পরিচালক এ.এইচ.এম নোমান খান বলেন, ‘শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী মানুষদের নিয়ে দীর্ঘ ২০ বছরের পথচলায় সিডিডি সফলতা অর্জন করেছে। এসব মানুষদের জীবনযাত্রা খুবই কঠিন। এমন অনেক শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী মানুষ আছেন যারা বিছানায় শুয়ে থাকেন। উঠতে পারেন না, বসতে পারেন না। তাদের পাশে দাঁড়াতে পেরে, সহায়তা করতে পেরে আমরা খুবই গর্বিত। সেন্স ইন্টারন্যাশনালের সহায়তায় বাংলাদেশসহ বিশ্বের আটটি দেশে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক বৈশ্বিক রিসোর্স হাব চালু হয়েছে। এই সেবার মাধ্যমে তারা সকলের সাথে সমান তালে এগিয়ে যাবে এবং এই কাজটি আরও প্রসারিত হবে।’

‘নেতৃত্বের চর্চায় একসাথে বেড়ে উঠি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) ও সেন্স ইন্টারন্যাশনালের যৌথ আয়োজনে বৈশ্বিক শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা সচেতনতা সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক বৈশ্বিক রিসোর্স হাবের উদ্বোধন ও বাড়িভিত্তিক শিক্ষা কার্যক্রম মডেল উপস্থাপন করা হয়। অনু্ষ্ঠানে সিডিডি’র সহকারি পরিচালক {প্রশাসন) আনিকা রহমান লিপির সঞ্চালনায় শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক বৈশ্বিক রিসোর্স হাবের গুরুত্ব তুলে ধরেন ন্যাশনাল রিসোর্স সেন্টার অন ডেফব্লাইন্ডনেসের (এনআরসিডিবি) প্রধান সাজ্জাদ কবির। পরবর্তী সময়ে প্যানেল আলোচনায় অংশ নিয়ে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, তাদের পরিচর্যাকারিরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) সমীর মল্লিক, জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ রোকসানা পারভীন, সিডিডির চেয়ারম্যান জওয়াহেরুল ইসলাম মামুন, ইউএনডিপির অ্যাডভোকেসি অ্যান্ড নেটওয়ার্কিং স্পেশালিস্ট অসীম দেও, সাইটসেভারস বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, পাপড়ির নির্বাহী পরিচালক আবু বাসেত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবল স্টাডিজ ও আইইআর, ব্র্যাক ইন্সটিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবক, পরিচর্যাকারী এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার ব্যক্তিবর্গ প্রমুখ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading