নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভূক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হতে এমপিও ভুক্তির জন্য ও উচ্চতর স্কেল (অধ্যক্ষ, জ্যেষ্ঠ প্রভাষক, উচ্চতর স্কেল, বিএড স্কেল) প্রাপ্তির জন্য শিক্ষক-কর্মচারীদের আবেদনসমূহ যাচাই-বাছাই করে ৪৪ শিক্ষক-কর্মচারীর এমপিও আবেদন বাতিল করে করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
মঙ্গলবার (২৪ জুন) কারিগরি শিক্ষা অধিদপ্তরের পৃথক দুইটি অফিস আদেশে এই তথ্য জানা গেছে। গত ১৭ জুন ২০২৫ খ্রিস্টাব্দে এতে স্বাক্ষর করে সহকারি পরিচালক মোঃ সাইফুল হক খান।
অফিস আদেশে বলা হয়, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিও ভূক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হতে এমপিও ভুক্তির জন্য ও উচ্চতর স্কেল (অধ্যক্ষ, জ্যেষ্ঠপ্রভাষক, উচ্চতর স্কেল, বিএড স্কেল) প্রাপ্তির জন্য শিক্ষক-কর্মচারীদের আবেদনসমূহ যাচাই-বাছাই পূর্বক ৪৩তম অনুমোদন সভায় সর্বমোট ৪৪(দশ)টি আবেদনে বিভিন্ন ত্রুটি পরিলক্ষিত হয় যা “বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা -২০১৮ [ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম), কৃষি ডিপ্লোমা ও মৎস ডিপ্লোমা] (২৩ নভেম্বর, ২০২০ পর্যন্ত সংশোধিত)” এবং বিভিন্ন সময়ে জারীকৃত পরিপত্র অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ না থাকায় তালিকায় বর্ণিত ৪৪জন আবেদনকারীর এমপিও আবেদন প্রাথমিক ভাবে বিবেচনা করা গেল না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারী করা হল।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, অধিকাংশ আবেদন বাতিল হয়ছে কাম্য শিক্ষকতা সনদ ও প্রশিক্ষণ সনদ না থাকায়। এছাড়াও সনদ যাচাই কৃত না হওয়াতেও আবেদন বাতিল করা হয়েছে।
আবেদন বাতিল হওয়া দশ শিক্ষক-কর্মচারীর তালিকা দেখতে এখানে ক্লিক করুন
আবেদন বাতিল হওয়া ৩৪ জন শিক্ষক কর্মচারীর তালিকা দেখতে এখানে ক্লিক করুন
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.