নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি: জেলায় শিক্ষায় আইসিটি ব্যবহারের উপর শিক্ষকদের একাধিক প্রশিক্ষণের পর ৩ দিন ব্যাপী ইন হাউজ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে ।
বুধবার (১৮ জুন) ঝালকাঠির সরকারি হরচন্দ্র বালিকা ল উচ্চ বিদ্যালয়ের চলমান এই প্রশিক্ষণের আজকের সমাপনী দিনে শিক্ষকদের প্রশিক্ষণলব্ধ বিষয় ও শ্রেণিকক্ষে তা বাস্তবায়নের বিভিন্ন কৌশল ও প্রয়োগের দিক নির্দেশনা অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষকদের মধ্যে থেকে জানতে চান মাউশির আঞ্চলিক উপ পরিচালক মো. জাহাঙ্গীর হোসাইন।
তিনি তার আলোচনায় শিক্ষকদের বিভিন্ন প্রতিবন্ধকতা ও তা উত্তরনের উপায় নিয়ে আলোচনা করেন। শিক্ষকরা ভবিষ্যতে আইসিটি ব্যবহারের কৌশল নিয়েও আলোচনা করেন। আলোচনার শুরুতে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার লেখা বই ও পৃথিবীকে পরিবর্তন করতে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। পরিবর্তনের জন্য কি কি করতে হবে,আমাদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা করেন তিনি।
তিনি আরো বলেন,আমরা আমাদের সন্তানদের বিশ্বের সাথে তাল মিলিয়ে,উন্নত বিশ্বের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে। সকল ক্ষেত্রে আইসিটির ব্যবহার করে দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষকদের প্রতি অনুরোধ জানান। তিনি এজন্য শিক্ষা পদ্ধতি পরিবর্তনের উপর গুরুত্বারোপ করেন। শিক্ষকরা রাষ্ট্র সংস্কারে আরো আন্তরিক হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। পুরনো পদ্ধতির শিক্ষা জেড়ে ফেলে আধুনিক ও সময়োপযোগী শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন। রাষ্ট্র সংস্কারের সাথে শিক্ষা সংস্কারের প্রতি অনুরোধ জানান। শিক্ষায় বিভিন্ন দূর্ণীতি,শিক্ষক নিয়োগে এবং কারিকুলামে ভুল পদ্ধতি আমাদের শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দিয়েছে বলে জানান। সংসদ সদস্য নির্বাচনে শিক্ষিত লোকদের এগিয়ে আসার আহবান জানান। বিদেশি লোকজন এসে আমাদের দেশের বড় পদে বসে টাকা নিয়ে যাবে আর আমাদের সন্তানরা বিদেশে গিয়ে বাথরুম পরিস্কার করবে এমন শিক্ষা আমরা চাই না। আমরা পরিববন চাই। দূর্ণীতিকে উৎখাত করতে না পারলে আমাদের দেশ এগিয়ে যেতে পারবেনা। আমাদের সন্তানদের মানবিকতাও শিখাতে হবে। ওদের হাতকে সকল বিষয়ে পারদর্শী করতে হবে এবং কারিগরি বিষয়ে দক্ষ হতে হবে।
অনুষ্ঠানে সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ঝালকাঠি জেলা শিক্ষা অফিসের গবেষণা ও মূল্যায়ন কর্মকর্তা পাপিয়া সুলতানা,মো. সাইফুদ্দিন, ট্রেইনারগণ ও বিভিন্ন উপজেলার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা শিক্ষা অফিসের পরিদর্শক ও চলমান ইন হাউজ প্রশিক্ষণের কো-অর্ডিনেটর শামীম আল মামুন শিক্ষাবার্তাকে জানান, আমরা এ পর্যন্ত প্রায় ২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছি। আমাদের পঞ্চম ব্যাচ চলছে। আগামীকাল থেকে শেষ ব্যাচের প্রশিক্ষণের মাধ্যমে ইনহাউজ প্রশিক্ষণ সম্পন্ন হবে। শিক্ষকদের আইসিটিতে দক্ষ প্রশিক্ষিত শিক্ষক দ্বারা শ্রেণিকক্ষে পাঠদান করানো এ প্রশিক্ষণের উদ্দেশ্য।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.