এইমাত্র পাওয়া

সব স্কুল-কলেজে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে কর্মসূচি ঘোষণা মাউশির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তাঁর আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্ব- স্ব শ্রেণিকক্ষ ও শিক্ষা প্রতিষ্ঠান আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপন ও বৃক্ষ পরিচর্যা সহ কয়েকটি কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাউশি। 

বুধবার (১৮ জুন) মাউশির উপ-পরিচালক (শারীরিক শিক্ষা) মো: শহিদুল ইসলাম নোটিশে এই তথ্য জানা গেছে। 

নোটিশে বলা হয়,  এ বছর বিশ্ব পরিবেশ দিবস ৫ই জুন পবিত্র ঈদুল-আজহার ছুটিতে থাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আগামী ২৫ই জুন পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আগামী ২৫ই জুন ‘বিশ্ব পরিবেশ দিবস ২০২৫-এর অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করবেন। দিবসটিকে কেন্দ্র করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তাঁর আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিম্নলিখিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। গৃহীত কর্মসূচিগুলো পালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন এ গৃহীত কর্মসূচি:-
১. স্ব- স্ব শ্রেণিকক্ষ ও শিক্ষা প্রতিষ্ঠান আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা ।
২. সবুজ ক্যাম্পাস বিনির্মাণে বৃক্ষরোপন ও বৃক্ষ পরিচর্যা করা ।
৩. পরিবেশ সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশবান্ধব সুন্দর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে আনা এবং বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্বকে অর্থবহ করতে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা
৪. একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে পরিবেশবান্ধব সামগ্রী/ উপকরণ ব্যবহারের বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করণের জন্য সেমিনারের আয়োজন করা ।
৫. পরিবেশ সু-রক্ষার মাধ্যমে একটি বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের করণীয়বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading