নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা মেডিকেল কলেজে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম–এর ৪৪তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদে দোয়া মাহফিল ও তবারক বিতরণের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম–এর ৪৪তম শাহাদাতবার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পাশাপাশি দেশের শান্তি, ঐক্য ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির মহাসচিব তারেক রহমানসহ সকল রাজনৈতিক নেতার সুস্থতা কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাব-এর সাবেক সভাপতি ডা. হারুন অর রশিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. মেহেদী হাসান, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ডা. রেজায়ানুর রহমান সোহেল।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ঢামেক ড্যাবের সহ-সভাপতি মীর রাশেখ আলম অভি, যুবদলের সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ বাসেদুর রহমান সোহেল, ছাত্রদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল হাসান খান সুমন, ডাঃ আহসান হাবিব, ডা. লিখন, ডা. শাওন, ডাঃ পাভেল, ডা. অভি, ডা. সুমন, ডা. রিয়াদ, ডা. লেমন, ডা. দীপু, ডা. সাজ্জাদ, ডা. শাহনেওয়াজ, ডা. আনোয়ার, ডা. সাদ ও ডা. রাসেল প্রমুখ।
মাহফিল সফলভাবে আয়োজনের জন্য ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের নিষ্ঠাবান তরুণ চিকিৎসক ও শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী ভূমিকা পালন করেন।
সার্বিক সমন্বয় ও নেতৃত্বে ছিলেন ঢামেক ছাত্রদলের সভাপতি গোলাম মোর্শেদ সজীব এবং ছাত্রদল নেতা জাকারিয়া আশরাফ আশফি। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.