এইমাত্র পাওয়া

শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিশুদের জীবনের জন্য প্রস্তুত করে তোলা: গণশিক্ষা উপদেষ্টা

ঢাকাঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিশুদের জীবনের জন্য প্রস্তুত করে তোলা। তিনি শিক্ষকদের সাংস্কৃতিক চর্চাকে একটি বাড়তি যোগ্যতা এবং দায়িত্ব হিসেবে আখ্যায়িত করে তা অব্যাহত রাখা এবং শিক্ষার্থীদের উৎসাহিত করার আহ্বান জানান। তার মতে, সহশিক্ষা কার্যক্রম এবং সুকুমার বৃত্তি যেকোনো কাজকে প্রভাবিত করে এবং শিশুদের মধ্যে যে বিষয়ে সম্ভাবনা আছে, তাকে সেই ক্ষেত্রে বিকশিত করে তুলতে হবে।

বুধবার (২৮ মে) ঢাকায় মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অডিটরিয়ামে অনুষ্ঠিত আন্তঃপ্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) পরিচালিত প্রাথমিকের শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) কোর্সের শিক্ষক প্রশিক্ষণার্থীদের শারীরিক, মানসিক ও আবেগিক বিকাশ সাধনে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে বিদ্যালয় বিভাগীয় পর্যায়ে বিভিন্ন আইটেমে প্রথম স্থান অর্জনকারীদের সমন্বয়ে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন বিষয়ে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। নৃত্য (সাধারণ), উপস্থিত বক্তৃতা, দেশাত্মবোধক গান, পল্লীগীতি/লোকগীতি/আঞ্চলিক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, একক গান, একক অভিনয় এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীরা এই পুরস্কার গ্রহণ করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading